স্প্যানিশ ফুটবল
Published : 26 May 2025, 09:10 PM
বায়ার লেভারকুজেনে ইতিহাস গড়ে রেয়াল মাদ্রিদের কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন শাবি আলোন্সো। স্প্যানিশ ক্লাবটিতেও তার সফলতা কামনা করছেন টনি ক্রুস। তবে রেয়াল যে লেভারকুজেন নয়, আলোন্সোকে সেই সতর্কবার্তাও দিয়ে রেখেছেন দলটির সাবেক জার্মান মিডফিল্ডার।
সান্তিয়াগো বের্নাবেউয়ে সফলতম কোচ কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে যোগ দিয়েছেন আলোন্সো। স্পেনের সাবেক মিডফিল্ডারের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছে ইউরোপের সফলতম ক্লাবটি।
খেলোয়াড়ি জীবনে রেয়ালের জার্সিতে পাঁচ মৌসুম খেলেন আলোন্সো। জয় করেন একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা, দুটি কোপা দেল রে এবং একটি স্প্যানিশ সুপার কাপ। সেই ক্লাবেই এবার নতুন পরিচয়ে ফিরলেন তিনি।
৪৩ বছর বয়সী আলোন্সোর কোচিং ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ নয়। তবে, কোচ হিসেবে নিজের সামর্থ্যের প্রমাণ এরই মধ্যে দিয়েছেন তিনি। তার দায়িত্বে ২০২৩-২৪ মৌসুমে বুন্ডেসলিগার ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে অপরাজিত থেকে শিরোপা জয়ের কীর্তি গড়ে লেভারকুজেন।
গত মৌসুমে জার্মান দলটি গড়ে টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। আর এবার তারা বুন্ডেসলিগায় গড়েছে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তি।
তবে নামেভারে, ঐতিহ্যে, সফলতায় রেয়াল মাদ্রিদ তো ভিন্ন এক ক্লাব। যাদের প্রতি সমর্থকদের প্রত্যাশা সবসময়ই থাকে আকাশচুম্বী। রেয়ালের জার্সিতে খেলার সময় সেসব অভিজ্ঞতা হওয়ার কথা আলোন্সোর। এবার দলটির কোচ হিসেবেও প্রত্যাশার চাপে থাকতে হবে তাকে। আনচেলত্তির কোচিংয়ে ট্রফি শূন্য মৌসুম কাটানো রেয়ালকে পথে ফেরানোর চ্যালেঞ্জ তার সামনে।
রেয়ালের বর্তমান অবস্থা নিয়ে স্কাই স্পোর্টস জার্মানির সঙ্গে কথা বলেন ক্রুস। সেখানে আলোন্সোর কোচিংয়ে নিজের সাবেক ক্লাবের ভালো করার আশাবাদ জানালেন তিনি।
“শাবির রেয়ালের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় আছি। গত কয়েক মাসের ঘটনাপ্রবাহের পর এটা অপ্রত্যাশিত সিদ্ধান্ত ছিল না। এমন কিছু হওয়ার ইঙ্গিত ছিল। রেয়াল মাদ্রিদের গত মৌসুমের চেয়ে শাবি আলোন্সোর জন্য আমি আরও সফল মৌসুম কামনা করি।”
“আমার মনে হয়, রেয়াল ও তার জন্য এটা ভালো পদক্ষেপ। এই সমন্বয়টা অবশ্যই কাজ করতে পারে। রেয়াল মাদ্রিদের জন্য তিনি খুবই ভালো কোচ হতে পারেন। তবে বায়ার লেভারকুজেনের চেয়ে রেয়াল মাদ্রিদ আলাদা, এটা তার চেয়ে ভালো কেউ জানে না।”
এবারের মৌসুম শেষে রেয়ালকে বিদায় বলে দেন ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ ও কোচ আনচেলত্তি। ক্লাবটির ইতিহাসের সফলতম ফুটবলার ও কোচের বিদায়ী ম্যাচে বের্নাবেউয়ে উপস্থিত ছিলেন ক্রুস। রেয়াল সোসিয়েদাদকে সহজেই হারিয়ে দলটি তাদের বিদায় রাঙায়।
রেয়ালে যোগ দেওয়ার পর থেকেই মদ্রিচের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে ক্রুসের। ‘বন্ধুর মতো’ সাবেক সতীর্থের বিদায়ে পাশে থাকতেই চেয়েছিলেন তিনি।
“রেয়াল মাদ্রিদে লুকা মদ্রিচের সময় শেষ। তবে আমি নিশ্চিত সে খেলা চালিয়ে যাবে। রেয়াল মাদ্রিদের হয়ে এটা তার শেষ ম্যাচ ছিল। ১৩ বছর ধরে সে এই ক্লাবে। সে যা কিছু জিতেছে এবং আমরা একসঙ্গে যতটা সময় কাটিয়েছি, আমার কাছে এটা পরিষ্কার ছিল যে, তার শেষ ম্যাচে আমি তাকে শ্রদ্ধা জানাব এবং ম্যাচটিতে উপস্থিত থাকব।”
“তার সঙ্গে খেলা এবং ড্রেসিং রুমে তার সঙ্গে থাকাটা সবসময়ই আনন্দদায়ক ছিল কারণ সে খুবই বন্ধুসুলভ একজন মানুষ।”