Published : 29 May 2025, 06:51 PM
ক্রিস্তিয়ানো রোনালদোর ভবিষ্যৎ ঘিরে সম্প্রতি যে ধরনের অনিশ্চয়তা মাথাচাড়া দিয়েছিল, তা আবার নতুন মোড় নিয়েছে। আল নাস্রের পক্ষ থেকে পর্তুগিজ তারকাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ক্লাবটির পরিচালক ফের্নান্দো ইয়েররো।
আল নাস্রের বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে ওই ক্লাব কর্মকর্তা পরিষ্কার করে জানিয়েছেন, রোনালদোর সঙ্গে ক্লাবের নতুন চুক্তির আলোচনা চলছে।
“ক্রিস্তিয়ানোর সঙ্গে আমাদের আলোচনা চলছে…এবং আমরা সত্যিই আশা করি, তিনি আল নাস্রে আমাদের সঙ্গেই থাকবেন।”
“এখানে রোনালদোর উপস্থিতি শুরু থেকেই একটা জাতীয় পরিকল্পনার ব্যাপার। ফুটবলের ইতিহাসে সিআর সেভেন অনেক বড় এক ফেনোমেনন, তিনি সৌদি লিগের বেড়ে ওঠায় সাহায্য করেছেন।”
ইউরোপের ফুটবল পাঠ চুকিয়ে ২০২২ সালের ডিসেম্বরে সৌদি ক্লাবটিতে নাম লেখানোর ঘোষণা দেন রোনালদো। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে পেয়ে ‘অখ্যাত’ সৌদি প্রো লিগ দ্রুতই বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে চলে আসে। ক্লাবটিতে তিনি তেমন কোনো শিরোপার স্বাদ না পেলেও, ব্যক্তিগত পারফরম্যান্সে ঠিকই আলো ছড়িয়েছেন সাবেক রেয়াল মাদ্রিদ তারকা।
আল নাস্রের সঙ্গে রোনালদোর মৌসুমে ২০ কোটি মার্কিন ডলারের চোখধাঁধানো সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই জুনে। মাঝে নতুন চুক্তির কোনো ঘোষণাও না আসায়, শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
এছাড়া, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি অন্তত দুই দফায় বলেন, নতুন রূপে বড় আকারে শুরু হতে যাওয়া ৩২ দলের ক্লাব বিশ্বকাপে রোনালদোকে দেখা যেতে পারে। এতে তার দলবদলের সম্ভাচবনা নিয়ে গুঞ্জন আরও বাড়ে। আসতে থাকে অনেক সম্ভাব্য দলের নামও।
বিষয়টি নিয়ে যেন একটু মজাও করলেন ইয়েররো।
“প্রতিদিন গণমাধ্যমে নতুন একটি ক্লাবের নাম আসে, প্রায় ৩০টি ক্লাব রোনালদোকে পেতে আগ্রহী…তবে আমরা আশা করি, তিনি এখানেই থাকবেন।”
সৌদি প্রো লিগে গত সোমবার আল ফাতেহর বিপক্ষে ৩-২ গোলে পরাজয়ের পর রোনালদো নিজেও তার অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চলমান গুঞ্জনে নতুন করে হাওয়া যোগ করেন।
ম্যাচটির পর সামাজিক মাধ্যমে রোনালদো লেখেন, “এই অধ্যায় শেষ। তবে গল্প? এখনও লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞতা।”
তার ওই ‘অধ্যায় শেষ’ শব্দ দুটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। অনেকেই আল নাস্রে তার শেষ দেখে ফেলেন। তবে ইয়েররোর সবশেষ বার্তায় ৯৩৬টি ক্যারিয়ার গোলের মালিক রোনালদোকে সৌদি ফুটবলে ধরে রাখার ব্যাপারে আশাবাদী হতে পারেন এর ভক্তরা।