ইংলিশ ফুটবল
Published : 24 May 2025, 10:24 PM
আক্রমণাত্মক ফুটবলে সাদারল্যান্ডকে ভীষণ চাপে রেখে প্রথমার্ধে এগিয়ে গেল শেফিল্ড ইউনাইটেড। দ্বিতীয়ার্ধেও অনেকটা সময় হামজা চৌধুরিরা ধরে রাখল ব্যবধান। কিন্তু এরপর দারুণভাবে ঘুরে দাঁড়াল সাদারল্যান্ড। দারুণ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরল দলটি।
চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে শনিবার ২-১ গোলে জিতেছে সাদারল্যান্ড। ওয়েম্বলিতে দারুণ জয়ে আট বছর পর ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে ফিরছে দলটি।
২৫তম মিনিটে টাইরিস ক্যাম্পবেলের গোলে এগিয়ে যায় শেফিল্ড। ৭৬তম মিনিটে সাদারল্যান্ডকে সমতায় ফেরান এলিজার মায়েন্দা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে নেন টাইরিস ক্যাম্পবেল।
এই গোলেই হামজাদের হৃদয় ভেঙে প্রিমিয়ার লিগের পরের আসরে জায়গা করে নেয় সাদারল্যান্ড।
চলতি বছরের শুরুতে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ডিফেন্সিভ মিডফিল্ডার হামজার। লেস্টার সিটি থেকে ধারে গত জানুয়ারিতে শেফিল্ডে যোগ দেন তিনি।
সাদারল্যান্ডের আগে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে লিডস ইউনাইটেড ও বার্নলি।