আবারও চ্যাম্পিয়নশিপে হামজা, ৮ বছর পর শীর্ষ স্তরে সাদারল্যান্ড
প্রিমিয়ার লিগ থেকে নেমে গেছে চ্যাম্পিয়নশিপে হামজা চৌধুরীর মুল ক্লাব লেস্টার সিটি। বাংলাদেশের মিডফিল্ডার বর্তমানে ধারে যে ক্লাবে খেলছেন, সেই শেফিল্ড ইউনাইটেডও চ্যাম্পিয়নশিপেই থাকছে। শেষ সময়ের গোলে হামজার দলকে হারিয়ে প্রিমিয়ার লিগে জায়গা করে নিল সাদারল্যান্ড।