Published : 31 May 2025, 11:12 PM
বয়স পেরিয়েছে ৪০ বছর। কিন্তু এর ছাপ তেমন একটা পড়েনি ক্রিস্তিয়ানো রোনালদোর পারফরম্যান্সে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও ম্যাচের পর ম্যাচে নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। কবে থামবেন তিনি?-এই প্রশ্ন আর আলোচনা থেমে নেই। ইংলিশ গ্রেট অ্যালান শিয়েরার বলছেন, পাঁচবারের ব্যালন দ’র জয়ী ফরোয়ার্ড কখন অবসর নেবে, তা তিনি নিজে ছাড়া কেউ বলতে পারবে না। তার ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটা দেখতে মুখিয়ে আছেন শিয়েরার।
এই মুহূর্তে রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা গুঞ্জন। ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবের আল নাস্রে যোগ দেওয়া রোনালদোর ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এই জুনে। সৌদি প্রো লিগে গত সোমবার আল ফাতেহর বিপক্ষে হারের পর তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “এই অধ্যায় শেষ। তবে গল্প? এখনও লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞতা।”
তার ওই ‘অধ্যায় শেষ’ লেখা নিয়ে অনেকেই ধারণা করছেন, আল নাস্রকে হয়তো বিদায় জানাতে যাচ্ছেন তিনি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি অন্তত দুই দফায় বলেছেন, নতুন রূপে বড় আকারে শুরু হতে যাওয়া আসন্ন ৩২ দলের ক্লাব বিশ্বকাপে রোনালদোকে দেখা যেতে পারে। এই প্রতিযোগিতায় সুযোগ পাওয়া সৌদি ক্লাব আল-হিলাল ও মরক্কোর দল ওয়াইদাদকে রোনালদোর সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে দেখছে কেউ কেউ। যদিও তাকে ধরে রাখতে জোর চেষ্টা চালাচ্ছে আল নাস্র।
পর্তুগাল জাতীয় দলেও রোনালদো এখনও গুরুত্বপূর্ণ সদস্য। নেশন্স লিগের শেষ অংশের জন্য আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরারকে দলে রেখেছেন কোচ রবের্তো মার্তিনেস। আগামী বুধবার সেমি-ফাইনালে জার্মানির মুখোমুখি হবে তারা। সেখানে জিতলে ফাইনালে খেলবে স্পেন অথবা ফ্রান্সের বিপক্ষে।
এক হাজার ক্যারিয়ার গোলের পথে ছুটে চলা রোনালদোর আপাতত অবসরের ভাবনা নেই। বেটফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবদন্তি ৫৪ বছর বয়সী শিয়েরার কথা বলেন সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের পারফরম্যান্স ও ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে।
“রোনালদো তার বর্তমান ক্লাব থেকে চলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে, তার পরবর্তী পদক্ষেপ কী হবে? আমি জানি না। অবশ্যই সে আগের মতো অতটা ভালো এখন নয়। এই বয়সে সেটা অসম্ভব, কিন্তু সে এখনও কোনোভাবে এগিয়ে যাচ্ছে এবং এখনও এই পর্যায়ে গোল করছে। তার ক্যারিয়ারে কী ঘটছে, তা আমার জানা নেই। সে এখনও পর্তুগালের হয়ে খেলছে, তারা তাকে অবসরে পাঠাবে না, তার নিজেরই অবসর নিতে হবে।”
“সে ক্লাব বিশ্বকাপে খেলতে চায় কি না বা আগামী বছর বিশ্বকাপে... আমি জানি না। তবে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে এবং তার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা দেখাটা সত্যিই আকর্ষণীয় হবে। তাকে এই বয়সেও এসব (পারফরম্যান্স) করতে দেখে অবাক হতে হয়। যেকোনো স্তরে ৪০ বছর বয়সে খেলা অসাধারণ। এখনও খেলছে এবং গোল করছে।”