স্প্যানিশ ফুটবল
Published : 28 May 2025, 06:20 PM
শাবি আলোন্সোর পরিকল্পনায় কিলিয়ান এমবাপে কীভাবে থাকবেন, তা এখনও অজানা। নিজের প্রথম সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি রেয়াল মাদ্রিদের নতুন কোচ। এ বিষয়ে তাকে পরামর্শ দিয়ে মিশেল প্লাতিনি বললেন, প্লেমেকার নয় এমবাপেকে যেন খেলানো হয় স্ট্রাইকারের ভূমিকায়।
কার্লো আনচেলত্তির জায়গায় রেয়ালের কোচ হয়ে আসা আলোন্সোর প্রথম চ্যালেঞ্জ ক্লাব বিশ্বকাপ। সেখানেই দেখা যাবে কোন পজিশনে খেলছেন এমবাপে। আগ্রহ নিয়ে সেদিকে তাকিয়ে আছেন প্লাতিনি। ইতালিতে একটি অনুষ্ঠানে ফরাসি বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের ব্যাপারে নিজের ভাবনা জানালেন তিনি।
“এমবাপে একজন ফেনোমেনাল খেলোয়াড়। স্পেনে সে ৪২ গোল করেছে। গোল্ডেন বুট জিতেছে, সে ইউরোপের শীর্ষ গোলদাতা। এর অর্থ সে ভালো করেছে।”
“সে এমন একটি দলের হয়ে খেলেছে, যাদের বছরটা ভালো যায়নি… এমবাপে একজন ফেনোমেনন, সে একজন স্ট্রাইকার যে গোল করে। তাকে (লিওনেল মেসি) মেসি, (লুকা) মদ্রিচ, প্লাতিনি বা (জিনেদিন) জিদানের মতো খেলতে বলবেন না। সে একজন স্ট্রাইকার।”
গত মৌসুমে হোসেলু ক্লাব ছাড়ার পর রেয়াল মাদ্রিদে কোনো সত্যিকারের নাম্বার নাইন নেই। প্রতিপক্ষের ডি-বক্সে সতীর্থদের ক্রসের অপেক্ষায় থাকার মতো কোনো খেলোয়াড় নেই। এ নিয়ে গোলরক্ষক থিবো কোর্তোয়া আক্ষেপও করেছেন। প্লাতিনি চান, রেয়ালের নতুন কোচ যেন পুরোপুরি স্ট্রাইকার হিসেবে খেলান এমবাপেকে।“নতুন কোচ কী ভাবছেন, সেটা আমি বুঝতে পারছি না। এমবাপে স্ট্রাইকার, যে গোল করে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর একটা ব্যাপারে পরিষ্কার থাকতে হবে, হয় তাকে ঘিরে দল সাজাতে হবে, নয়তো এমন দল বানাতে হবে যেটা তাকে ভালো খেলতে সাহায্য করবে। এই কাজটাই কঠিন।”