স্প্যানিশ ফুটবল
Published : 16 Mar 2025, 09:07 PM
পরের দুই ম্যাচের মধ্যে ব্যবধান যে ৭২ ঘণ্টার কম তা না জানানোর কোনো কারণ নেই কার্লো আনচেলত্তির। আগের তিক্ত অভিজ্ঞতা থেকেই হয়তো সংবাদ সম্মলেনে এমন পরিস্থিতিতে সামনে কোনো ম্যাচ না খেলার ঘোষণা দেন রেয়াল মাদ্রিদ কোচ। তাদের এই দৃঢ় অবস্থানের মধ্যেই লা লিগা প্রধান হাভিয়ের তেবাস জানালেন, ফের দুটি ভিন্ন প্রতিযোগিতার মধ্যে ৭২ ঘন্টার কম সময় পাচ্ছে রেয়াল।
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলে রেয়াল। অতিরিক্ত সময় ও টাইব্রেকার মিলিয়ে ম্যাচটি শেষ হতে বেজে যায় স্থানীয় সময় রাত পৌনে ১২টা। পেনাল্টি শুটআউটে আতলেতিকোকে ৪-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় কার্লো আনচেলত্তির দল।
দুই দিন পর আবারও রেয়ালকে মাঠ নামতে হয়। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া লা লিগার ম্যাচটিতে ভিয়ারেয়ালকে ২-১ গোলে হারায় তারা। জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে।
এই দুই ম্যাচের মাঝে ৬৭ ঘণ্টা বিশ্রাম পায়নি রেয়াল। খেলোয়াড়দের শরীরের উপর দিয়ে প্রবল চাপ যাওয়ার কথা উল্লেখ করে ভিয়ারেয়াল ম্যাচ শেষে আনচেলত্তি সরাসরি জানিয়ে দেন, ৭২ ঘণ্টার কম বিরতিতে আর কোনো ম্যাচ খেলতে নামবে না তারা।
“আমার ধারণা, আজকেই আমরা ৭২ ঘণ্টার কম বিরতিতে শেষ কোনো ম্যাচ খেললাম। এর পর আমরা এর চেয়ে কম বিরতিতে আর কোনো ম্যাচ খেলব না। আমরা লা লিগাকে দুইবার ম্যাচের সময় পরিবর্তন করতে বলেছিলাম, তারা কিছুই করেনি। এটাই কিন্তু শেষবার।”
আনচেলত্তি বল পাঠিয়ে দিয়েছিলেন লা লিগার কোর্টে। কিন্তু সেটা দ্রুতই ফেরত পাঠালেন তেবাস। স্প্যানিশ চ্যাম্পিয়নদের মনে করিয়ে দিলেন, পরের দুই ম্যাচের মাঝেও ৭২ ঘণ্টার কম বিরতি পাচ্ছে রেয়াল।
আগামী ২৯ মার্চ রাতে লা লিগায় লেগানেসের মুখোমুখি হবে তারা। কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাদের লড়াই ২ এপ্রিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ (সাবেক টুইটার) রোববার ভিয়ারেয়াল ম্যাচ নিয়ে কিছু না বললেও, রেয়ালের পরের ম্যাচের সূচি নিয়ে তাদের ব্যাখ্যা তুলে ধরেন তেবাস।
“আমি নিশ্চিত, এমিলিও বুত্রাগানো (ইনস্টিটিউশনাল রিলেশনস ডিরেক্টর) আপনাদের জানিয়েছিল, রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেমি-ফাইনালের আগে আপনাদের আরও বিশ্রাম দেওয়ার জন্য লেগানেসের বিপক্ষে পরের লিগ ম্যাচটি শনিবার স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় দিয়েছিল লা লিগা।”
“কিন্তু আন্তর্জাতিক বিরতি থেকে ফেরা ফুটবলারদের সুবিধার্থে এমিলিও লা লিগার ‘ডিরেক্টর অব কম্পিটিশনকে’ ম্যাচটি রাত ৯টা দেওয়ার জন্য অনুরোধ করে। আমি মনে করেছিলাম, এটা আপনাদের জানিয়ে ও অনুমতি নিয়েই করা হয়েছে। আর এখন তাই শনিবারের ম্যাচ শেষ হওয়া থেকে মঙ্গলবার সেমি-ফাইনাল শুরু হওয়া পর্যন্ত আপনারা ৭২ ঘণ্টারও কম সময় পাচ্ছেন! সেরা দলই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করুক।”