বাফুফে
Published : 03 Mar 2025, 08:50 PM
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যকার আসছে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ ও ফুটবলের উন্নয়নে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বাফুফে।
এক বিবৃতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার জানিয়েছে, বৈঠকে মূলত আসন্ন এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচগুলো নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই আশাবাদী যে, ফুটবল দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং ক্রীড়ায় সহযোগিতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাফুফের আশা আসন্ন ম্যাচগুলো সফল হবে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও সহযোগিতা ও ফুটবলের উন্নয়নে কাজ করবে।
আগামী ২৫ মার্চ শিলংয়ে বাছাইয়ের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সবশেষ ভারতের মাঠে বাংলাদেশ খেলেছিল ২০১৯ সালে, বিশ্বকাপ বাছাইয়ে। কলকাতার সল্টলেকে হওয়া সেই ম্যাচটি হয়েছিল ১-১ ড্র।