বাংলাদেশ প্রিমিয়ার লিগ
Published : 21 May 2025, 03:29 PM
আগের দিন ২-১ স্কোরলাইনে এগিয়ে থাকা মোহামেডান বাকি অংশের খেলায়ও জালের দেখা পেল। কিন্তু রোমাঞ্চকর লড়াইয়ে তাদের ছাপিয়ে গেল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের সুবাস মেখে খেলতে নামা সাদাকালো জার্সিধারীদের হারিয়ে দিল পুরান ঢাকার দলটি।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ভারি বৃষ্টি ও আলোকস্বল্পতায় স্থগিত হয়ে যাওয়া ম্যাচের বাকি অংশের খেলা হয় বুধবার। এগিয়ে থেকে ম্যাচের এই অংশ শুরু করা মোহামেডান শেষ পর্যন্ত হেরে গেছে ৪-৩ গোলে।
আগের দিন ১৮ মিনিটের খেলা হওয়ার পর আলোকস্বল্পতায় স্থগিত হয়ে যায় ম্যাচটি। সেসময় সুলেমানে দিয়াবাতে ও এমানুয়েল সানডের গোলে ২-১-এ এগিয়ে ছিল গত রাউন্ডে শিরোপা নিশ্চিত করা মোহামেডান। এদিন বাকি অংশ শুরুর পর ৩১তম মিনিটে তাজ উদ্দিনের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ।
ছয় মিনিট পর জুয়েল মিয়ার বাড়ানো বল জালে জড়িয়ে মোহামেডানকে ফের এগিয়ে নেন অধিনায়ক দিয়াবাতে। কিন্তু শেষ দিকে দুই মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ জিতে নেয় রহমতগঞ্জ।
৮৪তম মিনিটে সমতা ফেরানোর দুই মিনিট পর স্যামুয়েল বোয়াটেংই এগিয়ে নেন রহমতগঞ্জকে। ‘দুই দিন’ মিলিয়ে হ্যাটট্রিক পূরণ করলেন ঘানার এই ফরোয়ার্ড। বাকি সময় এই ব্যবধান ধরে রেখে চলতি লিগে অষ্টম জয় তুলে নেয় দলটি।
চলতি লিগে মোহামেডানের এটি দ্বিতীয় হার। গত জানুয়ারিতে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে ১-০ গোলে হারের পর টানা ছয় ম্যাচ অপরাজিত ছিল আলফাজ আহমেদের দল।
১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩৮। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম স্থানে আছে রহমতগঞ্জ।