আর্চারি বিশ্বকাপ
Published : 10 May 2025, 09:42 PM
কোয়ার্টার-ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে আর্চারি বিশ্বকাপে (স্টেজ-২) অংশ নিতে যাওয়া সাগর ইসলাম, রামকৃষ্ণ সাহা, আব্দুর রহমান আলিফরা পারলেন না নিজেদের মেলে ধরতে। লক্ষ্য পূরণের আগেই বিদায় নিলেন তারা।
চীনের সাংহাইয়ে হওয়া এই প্রতিযোগিতায় শনিবার রিকার্ভ পুরুষ এককে ইলিমিনেশন রাউন্ডের ১/৩২ খেলায় তুরস্কের আক্কয়ুন বার্কের বিপক্ষে ৫-৫ ড্রয়ের পর একটি করে তীর ছোঁড়ায় লড়াইয়ে ১০-৯ ব্যবধানে জেতেন সাগর। কিন্তু পরে সেরা বত্রিশের লড়াইয়ে তিনি ৬-০ সেটে উড়ে যান চাইনিজ তাইপের প্রতিযোগীর কাছে।
জাপানের নাকানিশি জুনিয়াকে ৬-৪ সেটে হারানোর পর শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার টাইক রায়ানের কাছে একই ব্যবধানে হেরে যান রামকৃষ্ণ। রিকার্ভ এককে একই পরিণতি হয়েছে আলিফেরও। চাইনিজ তাইপের সু ইউ-ইয়াংকে ৬-০ সেটে উড়িয়ে দেওয়ার পর শেষ ষোলোয় ওঠার ম্যাচে ৭-৩ সেট পয়েন্টে তিনি হেরে যান মেক্সিকোর গ্রান্দে মাতিয়াসের কাছে।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপেই পোল্যান্ডের বিপক্ষে ৫-৪ সেট পয়েন্টে হেরে থামে বাংলাদেশের পথচলা। দলের হয়ে খেলেন আলিফ, সাগর ও রামকৃষ্ণ।
কম্পাউন্ড ইভেন্টেও ব্যর্থতা সঙ্গী হয়েছে বাংলাদেশের। এই ইভেন্টের পুরুষ এককে হিমু বাছাড় ১৩৯-১৪৭ স্কোরে ডেনমার্কের প্রতিযোগীর কাছে হেরেছেন শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে। মেয়েদের বিভাগে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপেই বন্যা আক্তার হেরেছেন ১৩৫-১৪০ স্কোরে।
কোয়ার্টার-ফাইনালে ওঠার সম্ভাবনা বাংলাদেশ কেবল তৈরি করেছিল কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে। কিন্তু সেখানে হিমু-বন্যা জুটি জমজমাট লড়াইয়ের পর ১৫৫-১৫৬ স্কোরে হেরে যান মেক্সিকোর জুটির কাছে।