Published : 21 Jan 2024, 08:54 PM
চলতি মৌসুমে অবিশ্বাস্য ধারাবাহিকতায় ছুটে চলেছে বায়ার লেভারকুজেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে একমাত্র দল হিসেবে এখনও অপরাজিত আছে তারা। বুন্ডেসলিগার টেবিলে আছে শীর্ষে। সবশেষ দুই লিগ ম্যাচে জিতেছে শেষ মুহূর্তের গোলে। লাইপজিগের বিপক্ষে জয়টা কোচ শাবি আলোনসোর কাছে যেন ‘আনন্দের বিস্ফোরণ।’
লাইপজিগের মাঠে শনিবার লিগ ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জেতে লেভারকুজেন। ৯১তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন পিয়েরো ইনকাপিয়ে। সতীর্থের কর্নারে দূরের পোস্টে স্লাইডে বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন একুয়েডরের ২২ বছর বয়সী ডিফেন্ডার।
দলের এই সাফল্যে দারুণ উচ্ছ্বসিত ৪২ বছর বয়সী আলোনসো।
“এটি তীব্র উত্তেজনার ম্যাচ ছিল। যখন দেখবেন কিছু একটা হতে পারে, যখন শেষ মুহূর্তে গোল হয়, তখনই এমন উদযাপন। যেন আনন্দের বিস্ফোরণ, যা খেলোয়াড়, সতীর্থ, স্টাফদের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত।”
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেছে লেভারকুজেন। যদিও তাদের ১৮ ম্যাচের বিপরীতে বায়ার্ন খেলেছে ১৬টি।
গত রাউন্ডে আউক্সবুর্কের বিপক্ষে লেভারকুজেন জেতে ৯৪তম মিনিটের গোলে। ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এসেকিয়েল পালাসিওস।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচের ২৪টিই জিতেছে লেভারকুজেন। ড্র হয়েছে বাকি ৩টি, সবগুলো বুন্ডেসলিগায়। ইউরোপা লিগের গ্রুপ পর্বে ছয় ম্যাচের সবগুলো জিতে তারা উঠেছে শেষ ষোলোয়। জার্মান কাপে তিন ম্যাচ জিতে পৌঁছে গেছে কোয়ার্টার-ফাইনালে।
তাদের দুর্দান্ত এই পথচলার নেপথ্যের কারিগর আলোনসো। স্পেনের বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার লেভারকুজেনের দায়িত্ব নেন ২০২২ সালের অক্টোবরে, যা ছিল সিনিয়র পর্যায়ে তার প্রথম কোচিংয়ের অভিজ্ঞতা। তার হাত ধরে ২০২২-২৩ মৌসুমে বুন্ডেসলিগায় ষষ্ঠ হয় দলটি। ইউরোপা লিগে খেলে সেমি-ফাইনালে।
খেলোয়াড় হিসেবে স্পেন ও জার্মানিতে লিগ শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে আলোনসোর। বায়ার্নের হয়ে তিনি বুন্ডেসলিগা জিতেছেন তিনবার। জার্মানির শীর্ষে লিগে সবসময়ই আধিপত্য মিউনিখের এই দলটির। রেকর্ড ৩৩ বারের চ্যাম্পিয়ন তারা। শিরোপা উল্লাস করেছে গত ১১ মৌসুমের সবগুলোতে।
লেভারকুজেন কখনও বুন্ডেসলিগা জিততে পারেনি। পাঁচবার দ্বিতীয় হয় তারা। এবার তাদের শিরোপা জয়ের ভালো সম্ভাবনা দেখছে অনেকেই। আলোনসো অবশ্য পা মাটিতেই রাখছেন।
“আমি জানি না ভবিষ্যতের জন্য এই জয়ের অর্থ কী, তবে আপাতত (ক্লাবের) আবহের জন্য এবং ভালো অবস্থানে থাকার জন্য এটি ভালো। আমরা আজকের খেলা থেকেও শিখব যে, আরও কী ভালো করতে পারি এবং কী ভালো করেছি।”
"ভবিষ্যতে কী হয়, তা আমরা দেখব। তবে আজকের জন্য এই জয়ের অর্থ আরও তিন পয়েন্ট এবং আমরা ভালো অবস্থানে আছি।”
বায়ার্ন রোববার ভার্ডার ব্রেমেন ও বুধবার ইউনিয়ন বার্লিনের বিপক্ষে খেলবে। টমাস টুখেলের দল ঘরের মাঠে ম্যাচ দুটি জিততে পারলে লেভারকুজেনের সঙ্গে তাদের ব্যবধান নেমে আসবে ১ পয়েন্টে।
গত সেপ্টেম্বরে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন ও লেভারকুজেনের প্রথম দেখায় ২-২ ড্র হয়েছিল। আগামী ১০ ফেব্রুয়ারি ফিরতি লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি।