Published : 21 Jul 2023, 03:02 PM
প্যারিসে নিজের বাড়িতে পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা ও তার সঙ্গী ডাকাতির শিকার হয়েছেন। ওই ডাকাতরা তাদের শারীরিকভাবে আঘাতও করেছেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
পুলিশের সুত্র ফরাসি গণমাধ্যমকে জানিয়েছে, ‘কয়েকজন দুষ্কৃতকারী’ বৃহস্পতিবার ভোররাতে দোন্নারুম্মার বাড়িতে হামলা করে। এসময় দোন্নারুম্মা ও তার প্রেমিকাকে বেঁধে রেখে তারা প্রায় পাঁচ লাখ পাউন্ড নিয়ে যায় বলে খবর।
এরপর ইতালিয়ান এই গোলরক্ষক তার বান্ধবীকে নিয়ে কোনোমতে পালিয়ে কাছাকাছি একটি হোটেলে যায়। পরে ওই হোটেলের কর্মীদের সহায়তায় তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।
ফ্রান্সের স্পেশাল বিআরবি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।