Published : 19 Aug 2023, 10:38 PM
সেরি আয় যে অবস্থান ছিল, তাতে ইউভেন্তুসের সুযোগ ছিল উয়েফা কনফারেন্স লিগে খেলার। তবে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) আইন ভাঙায় এই মৌসুমে ইউরোপিয়ান সব প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হয় ইতালিয়ান দলটিকে। বিষয়টি ভীষণ পোড়াচ্ছে কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিকে। এই ইতালিয়ান বলেছেন, আগামী মৌসুমে বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে উন্মুখ তার দল।
গত মৌসুমে ইতালির শীর্ষ লিগে সপ্তম হয় ইউভেন্তুস, ফলে জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে। ওই অবস্থানে থেকে তৃতীয় স্তরের টুর্নামেন্ট কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে তুরিনের ক্লাবটি। তবে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের মধ্যে ক্লাবটির লেনদেনে এফএফপি’র নিয়ম ভাঙার প্রমাণ মেলায় ইউভেন্তুসকে শাস্তি দেয় উয়েফা।
যা তাদের ছিটকে দেয় কনফারেন্স লিগ থেকেও। ফলে ১২ বছরের মধ্যে এবারই প্রথম কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় খেলতে পারছে ইউভেন্তুস। কোনোভাবেই তা মানতে পারছেন না আল্লেগ্রি।
সেরি আয় নিজেদের প্রথম ম্যাচে আগামী রোববার উদিনেসের বিপক্ষে খেলবে ইউভেন্তুস। এই ম্যাচের আগে ৫৬ বছর বয়সী আল্লেগ্রি বলেন, চ্যাম্পিয়ন্স লিগে না খেলার হতাশাকে এই মৌসুমে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে চান তারা।
“ইউরোপীয় প্রতিযোগিতা এবং বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পেরে আমরা খুবই হতাশ। (এই প্রতিযোগিতাগুলিতে) অংশগ্রহণ না করতে পারলে কখনই তা ভালো লাগে না, কারণ মাঠের পারফরম্যান্স দিয়ে আমরা যোগ্যতা অর্জন করেছিলাম। সেরি আ ও ইতালিয়ান কাপে সবকিছু উজাড় করে দিতে আমাদের সেই তিক্ততাকে ইতিবাচক শক্তি হিসেবে কাজে লাগাতে হবে।”
“টেকনিক্যালি সপ্তাহের মাঝামাঝি সময়ে (ইউরোপীয় প্রতিযোগিতা) ম্যাচ না থাকা আমাদের অনুশীলনে কাজ করা এবং সামনের ম্যাচগুলির জন্য প্রস্তুতি নিতে আরও বেশি সময় দেবে...আমাদের অবশ্যই সেখানে খেলার যোগ্যতা অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে এবং পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হবে।”