Published : 09 Apr 2023, 05:34 PM
আর্লিং হলান্ড আর গোল যেন এখন সমার্থক শব্দ। ম্যানচেস্টার সিটি তারকা মাঠে নামবেন আর গোল পাবেন না, তা যেন হতেই পারে না। দুর্দান্ত ছন্দে এগিয়ে চলা এই ফরোয়ার্ড সাউথ্যাম্পটনের জালে দুবার বল পাঠিয়ে প্রিমিয়ার লিগ যুগে এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছোঁয়ার আরও কাছে চলে গেছেন। রেকর্ডটি এখন যার, সেই অ্যালান শিয়েরারের বিশ্বাস, মৌসুমে ৬০ গোল করতে পারেন হলান্ড।
চোট কাটিয়ে ফিরে শনিবার প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের বিপক্ষে সিটির ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোল করেন হলান্ড। গত জুনে দলটিতে যোগ দিয়ে ২২ বছর বয়সী এই ফুটবলার মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৪ গোল করেছেন ৩৮ ম্যাচে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে যা দ্বিতীয় স্থানে থাকা পিএসজির কিলিয়ান এমবাপের (৩৫ ম্যাচে ৩১ গোল) চেয়ে ১৩টি বেশি।
হলান্ড এই ৪৪ গোলের ৩০টি প্রিমিয়ার লিগে করেছেন ২৭ ম্যাচে, যা কোনো খেলোয়াড়ের দ্রুততম। প্রিমিয়ার লিগ যুগে এক আসরে শিয়েরার ও অ্যান্ডি কোলের ৩৪ গোলের যৌথ রেকর্ড ছুঁতে হলান্ডের চাই আর ৪টি।
ক্রীড়া ওয়েবসাইট দা আথলেতিক-এ রোববার নিজের কলামে শিয়েরার লিখেছেন, ফিট থাকলে রেকর্ডটি ভেঙে দেওয়া স্রেফ সময়ের ব্যাপার হলান্ডের জন্য। এমনকি এই তারকার আরও বড় মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা দেখছেন ইংলিশ কিংবদন্তি।
“সে যদি ফিট থাকতে পারে, তাহলে প্রিমিয়ার লিগে আমার ও অ্যান্ডি কোলের এক মৌসুমে ৩৪ গোলের রেকর্ড ভেঙে দেবে।”
"৩৮ ম্যাচে ৪৪ গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে তার বর্তমান গোলের যে গড় হার, সে ৫০ গোল পেরিয়ে যাবে। কে জানে, আমরা এমনকি ৬০ গোল এবং ডিক্সি ডিনের রেকর্ডের কথা বলতে পারি। ভয়ঙ্কর।”
ইংল্যান্ডের শীর্ষ লিগের দীর্ঘ ইতিহাসে এক আসরে ৪০ বা এর বেশি গোল করতে পেরেছেন কেবল আট জন। সবশেষ ১৯৬০-৬১ মৌসুমে চেলসির হয়ে ৪১ গোল করেছিলেন জিমি গ্রিভস। ১৯২৭-২৮ মৌসুমে এভারটনের হয়ে চোখ ধাঁধানো রেকর্ড ৬০ গোল করেছিলেন উইলিয়াম রাল্ফ ডিন, যিনি সবার কাছে ডিক্সি ডিন নামে পরিচিত।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখনও সম্ভাব্য ১৬ ম্যাচ খেলতে পারে সিটি। হলান্ডের গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার পরবর্তী সুযোগ আগামী মঙ্গলবার, চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।