Published : 13 May 2025, 04:58 PM
দুই দিন বাড়ার পর আবার নিম্নমুখী প্রবণতা দেখা গেল দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
মঙ্গলবার প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৭ পয়েন্ট; আর শেয়ার লেনদেন কমেছে ২০ কোটি টাকার মত।
এর আগে গত বুধবার একদিনে প্রায় দেড়শ পয়েন্ট হারায় এ পুঁজিবাজার। পরের দুই কর্মদিবসে ফিরে পায় ১১৯ পয়েন্ট।
এদিন সূচকের সঙ্গে শেয়ার লেনদেন কমে দাঁড়িয়েছে ৩৪৩ কোটি ৯৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩৬৪ কোটি টাকার।
সকালে লেনদেন শুরুর পৌনে দুই ঘণ্টায় আগের দিনের চেয়ে ৩২ পয়েন্টে বেড়ে সূচক দাঁড়ায় ৪ হাজার ৯৩৪।
এরপর বিক্রির চাপ বাড়লে সূচক পড়তে থাকে। দিনশেষে সূচক কমে দাঁড়ায় চার হাজার ৮৭৪ পয়েন্ট। আগের দিন সূচক ছিল ৪ হাজার ৯২১ পয়েন্টে।
অধিকাংশ শেয়ারের দর পতনের দিনে হাতবদল বেশি হয় ব্যাংক, মিউচুয়াল ফান্ড ও খাদ্য এবং আনুসঙ্গিক খাতের কোম্পানিগুলোর শেয়ার।
ডিএসইর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেনে আসা ৩৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার দর বাড়ে ৫৪টির, কমে ৩০৯টির। আগের দরে লেনদেন করে ৩৫টি শেয়ার।
মোট লেনদেনের ৯৫ কোটি ৯৫ লাখ টাকা বা ২৮ দশমিক ৮৫ শতাংশ ছিল ব্যাংক খাতে। দ্বিতীয় স্থানে থাকা মিউচুয়াল ফান্ডে লেনদেন হয় ৪১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার।
এদিন সবচেয়ে দর বাড়ে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, সিটি ইন্স্যুরেন্স ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের।
সবচেয়ে বেশি দর হারায় মাইডাস ফাইন্যান্স, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও এনআরবি ব্যাংক।