Published : 19 May 2025, 09:18 PM
চলতি বছরের সর্বনিম্ন সূচক দেখল দেশের বড় পুঁজিবাজার— ঢাকা স্টক এক্সচেঞ্জ।
সোমবার প্রধান সূচক ডিএসএইক্স ঠেকেছে ৪ হাজার ৭৭৬ পয়েন্টে।
প্রায় এক সপ্তাহ ধরে ৩০০ কোটি টাকার নিচে থাকা লেনদেনও এদিন আরও কিছুটা কমেছে।
এদিন শেয়ার হাতবদল হয় ২৮৮ কোটি ৭৮ লাখ টাকার, যা আগের দিন ছিল ২৯২ কোটি ৬০ লাখ টাকা।
সূচক কমেছে আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৭৫ পয়েন্ট। আগের দিন সূচক ছিল ৪ হাজার ৭৯১ পয়েন্ট।
এর আগে চলতি বছর সূচক সবচেয়ে তলানিতে নামে গেল বৃহস্পতিবার। সেদিন সূচক ঠেকে ৪ হাজার ৭৮১ পয়েন্টে।
চলতি মাসে প্রথমবার শেয়ার লেনদেন ৩০০ কোটি টাকার নিচে নামে ১৪ মে। সেদিন হাতবদল হয় ২৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার।
এরপর লেনদেন আর ৩০০ কোটি টাকার ঘর পার করতে পারেনি দেশের বড় এ পুঁজিবাজার।
গত ৬ মে একদিনে দেড়শ পয়েন্ট হারায় সূচক। পরের দুই দিনে ১১৯ পয়েন্ট ‘উদ্ধার’ হলেও তারপর ফের পতন শুরু হয়।
সেই পতনের রেশ এখনো কাটাতে পারেনি বাজার। সূচক কমতে কমতে ঠেকেছে ৪ হাজার ৭৭৬ পয়েন্টে।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে লেনদেনে আসা ৩৯৭ কোম্পানির মধ্যে শেয়ার দর বাড়ে ১২৫টির, কমে ২০২টির; আর আগের দরে লেনদেন করে ৭০টি।
সবচেয়ে বেশি হাতবদল হয় ব্যাংক, বস্ত্র এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ার।
এদিন মোট লেনদেনের ২০ দশমিক ২৯ শতাংশ (৫৩ কোটি ১০ লাখ টাকা) ছিল ব্যাংক খাতে। বস্ত্র খাতে লেনদেন হয় ৩৬ কোটি ৮০ লাখ টাকা। ২৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয় ওষুধ ও রসায়ন খাতে।
দিনশেষে সবচেয়ে বেশি দর বাড়ে কাট্টালি টেক্সটাইল , সোনারগাও টেক্সটাইলস ও এসকোয়ার নিট কম্পোজিটের।
অন্যদিকে সবচেয়ে বেশি হারায় মেঘনা কনডেন্সড মিল্ক, মিডল্যান্ড ব্যাংক ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড।