Published : 03 Oct 2024, 10:50 PM
দেড় মাস পরে চেয়ারম্যান পেল ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই। নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র পরিচালক মমিনুল ইসলাম।
বৃহস্পতিবার ডিএসই বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ড সভায় পর্ষদ সদস্যরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন৷
মমিনুল সবশেষ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটিতে এক যুগ চাকুরি করে ২০২৩ সালের নভেম্বরের শেষ সপ্তাহে তিনি বিদায় নেন।
২০২০-২২ মেয়াদে তিনি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যানও ছিলেন।
ক্ষমতার পালাবদলের পর গত ১৯ অগাস্ট ডিএসইর চেয়ারম্যানের পদ ছাড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু। এরপর থেকে ডিএসই নেতৃত্ব শূন্য ছিল।
হাফিজ হাসান সরে গেলে একে একে সাত স্বতন্ত্র পরিচালকই পদত্যাগ করেন। এরপর গত ১ সেপ্টেম্বর সাত স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
তবে এদের মধ্যে মাজেদুল ইসলাম ও হেলালউদ্দিন ডিএসইতে যোগ দিতে অনাগ্রহ দেখান। দ্বিতীয় দফায় ১৮ সেপ্টেম্বর এ এফ নেসারউদ্দিন ও সৈয়দা জাকেরিন বখত নাসিরকে নিয়োগ দেওয়া হয়।
তারাও যোগ না দেওয়ায় ১৯ সেপ্টেম্বর মোমিনুল ইসলাম ও শাহনাজ সুলতানা নামে দুই জনকে স্বতন্ত্র পরিচালক করে বিএসইসি।
এই নিয়োগের ১৩ দিনের মাথায় পর্ষদ সভা করলেন মমিনুল ইসলাম।
১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাস করে পরের বছর চট্টগ্রামে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন মমিনুল। পরে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংকেও বিভিন্ন পদে কাজ করেন।
বর্তমানে তিনি শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা বিকাশের জন্য একটি দাতব্য সংস্থা ‘অদম্য ফাউন্ডেশন’ এর ভাইস চেয়ারম্যান৷