Published : 31 Oct 2022, 10:16 PM
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত তিন প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে সামান্য কমেছে।
এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৫ পয়সা, যা ২০২১ সালের একই সময়ে ছিল ২ টাকা ৭৭ পয়সা বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সোমবার এক অনলাইন অনুষ্ঠানে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও সংবাদ মাধ্যমের কর্মীদের সামনে সবশেষ আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ব্যাংকটি।
পরে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনার কথাও জানান বিনিয়োগকারীদের।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ব্যাংকটির সমন্বিত কর পরবর্তী মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৩৩০ কোটি ৬০ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৩২ কোটি ৬০ লাখ টাকা।
এর আগে গত ২৫ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়।
এতে দেখা যায়, জুলাই থেকে সেপ্টেম্বর তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ৯৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৮৫ পয়সা।
সোমবারের অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব কর্পোরেট ব্যাংকিং নূরুল্লাহ চৌধুরী, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও অ্যাক্টিং সিআরও মেসবাউল আসীফ সিদ্দিকী, হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স এ কে এম সায়েফ উল্লাহ কাউসার উপস্থিত ছিলেন।