Published : 28 Aug 2022, 04:48 PM
রাশিয়ায় কার্যক্রম বন্ধ করা প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকায় সর্বশেষ নাম লেখালো ডেল। এই মাসের মাঝামাঝি দেশটিতে নিজেদের দপ্তর বন্ধ করে দিয়েছে মার্কিন এই ইলেকট্রনিক্স জায়ান্ট।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকে দেশটিতে গুরুত্বপূর্ণ সার্ভার সরবরাহকারী ছিল কোম্পানিটি।
ফেব্রুয়ারি মাসে নিজস্ব পণ্য বিক্রি বন্ধের পাশাপাশি যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজেদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল ডেল।
“অগাস্ট মাসের মাঝামাঝি সময়ে, আমরা রাশিয়ায় সকল দপ্তর ও কার্যক্রম বন্ধ করে দিয়েছি।” --রয়টার্সকে বলেছেন ডেল মুখপাত্র মাইক সিমিয়েনাস।
“ফেব্রুয়ারি মাসেই রাশিয়া, বেলারুশ এবং ইউক্রেইনের দনেস্ক ও লুহানস্ক অঞ্চলে পণ্য বিক্রি ও সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা, যা আগেই বন্ধ হয়েছে ক্রিমিয়া অঞ্চলে।”
২০১৪ সালে কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত ক্রিমিয়া অঞ্চল ইউক্রেইনের কাছ থেকে দখল করে রাশিয়া। এ ছাড়া, এই বছরের ফেব্রুয়ারিতে দনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দেশটি।
এই পদক্ষেপের নিন্দা জানিয়ে দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করে ইউক্রেইন ও বিভিন্ন পশ্চিমা মিত্ররা।
শুক্রবার রাশিয়ার শিল্প মন্ত্রণালয় বলেছে, কার্যক্রম বন্ধের খবর প্রকাশ পাওয়ার পর ডেলের জন্য কাজ করা বেশ কয়েকজন গবেষক ও প্রকৌশলকে এরইমধ্যে নতুন চাকরীর প্রস্তাব দিয়েছে তারা।
প্রযুক্তি প্রকাশনা সিনিউজের এই সপ্তাহের প্রতিবেদন অনুযায়ী, ডেল রাশিয়া থেকে পুরোপুরি বিদায় নেবে এবং স্থানীয় সকল কর্মীকে চাকরী থেকে অব্যহতি দেবে। একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে আইটি ভিত্তিক সংবাদ সংস্থা ‘টিঅ্যাডভাইজার’।
“আমরা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।” --শুক্রবার রাশিয়ার উপ-শিল্প ও বাণিজ্যমন্ত্রী মন্ত্রী ভ্যাসিলি শপাকের উদ্ধৃতি দিয়েছে সংবাদমাধ্যম ‘তাস’।
“আমাদের তথ্য অনুযায়ী, সেন্ট পিটার্সবার্গ ও মস্কোর তরফ থেকে এরইমধ্যে চাকরীর প্রস্তাবনা পেয়েছেন ডেলের ‘আরঅ্যান্ডডি’ সেন্টারের বেশিরভাগ বিশেষজ্ঞ ও প্রকৌশলী।”