Published : 27 Dec 2022, 01:08 PM
২০১০ সালে অভিষেকের পর বন্ধু, পরিবারের সদস্য আর ভক্তদের সঙ্গে ছবি, পোস্ট, রিলস আর স্টোরি শেয়ার করার অন্যতম প্রধান সামাজিক মাধ্যমে পরিণত হয়েছে ইনস্টাগ্রাম।
২০১৫ সালের এক গবেষণা অনুযায়ী, প্ল্যাটফর্মটিতে যুক্তরাষ্ট্রের কিশোরবয়সী ব্যবহারকারীদের গড় ফলোয়ার সংখ্যা দেড়শ’র ঘরে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কয়েক কোটি ফলোয়ার আছে সেলেব্রেটিদের।
২০২১ সালের হিসেব অনুযায়ী, প্ল্যাটফর্মটির নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা দুইশ কোটির বেশি। নিজের জনপ্রিয়তা বাড়ানো আর নতুন নতুন ফলোয়ার পাওয়ার নানা সুযোগ দেয় প্ল্যাটফর্মটি; কিন্তু দিন শেষে প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ফলোয়ার কার?
সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোর বাজার বিশ্লেষক সোশাল ব্লেডের তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার প্ল্যাটফর্মটির নিজস্ব অ্যাকাউন্টের; ৫৮ কোটি ৩০ লাখের বেশি ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামের নিজের অ্যাকাউন্টের।
আর তারকা ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার ক্রিস্টিয়ানো রোনালদোর; এ বছরের ডিসেম্বর পর্যন্ত এ পর্তুগীজ তারকা ফুটবলারের ফলোয়ার সংখ্যা ছিল ৫২ কোটির ঘরে।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ফুটবল জগতে রোনালদোর প্রতিদ্বন্দ্বী ও সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি আছেন দ্বিতীয় অবস্থানে; তার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ৪১ কোটি।
নারী তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার কাইলি জেনারের। ইনস্টাগ্রামে ৩৭ কোটি ৫০ লাখ ফলোয়ার আছে এ মডেল-ইনফ্লুয়েন্সারের।
সংগীতশিল্পী ও অভিনেত্রী হিসেবে সবচেয়ে বেশি ফলোয়ার সেলেনা গোমেজের। ৩৬ কোটি ৫০ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী ফলো করেন এই সংগীতশিল্পীকে।
আর অভিনেতাদের মধ্যে শীর্ষে আছে ডুয়েইন ‘দ্য রক’ জনসন। ৩৫ কোটি ৪০ লাখ মানুষ ইনস্টাগ্রামে ফলো করেন তাকে।