Published : 12 Feb 2025, 05:04 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ঝুঁকি নিরসন ও দ্রুত এগিয়ে চলা এই প্রযুক্তি ঘিরে নিরাপদ বলয় তৈরি করতে প্যারিসে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী গ্লোবাল এআই সামিট। এ সম্মেলনে ‘অন্তর্ভুক্তিমূলক ও টেকসই’ এআই ঘোষণাপত্রে সই করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
দেশ দুটির এমন পদক্ষেপ এআই প্রযুক্তির বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য সমন্বিত এক পদ্ধতি তৈরির আশাকে ব্যাহত করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ান।
এ ঘোষণাপত্রে উল্লেখ রয়েছে, এতে “সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ, নৈতিক, নিরাপদ, সুরক্ষিত ও বিশ্বাসযোগ্য উপায়ে এআই ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা ও এ আন্তর্জাতিক কাঠামোটি বিবেচনায় নেওয়া” এবং “মানুষ ও পৃথিবীর জন্য এআইকে টেকসই হিসেবে গড়ে তোলা”র মতো বিষয় গুরুত্ব পেয়েছে।
মঙ্গলবার এ ঘোষণাপত্রে সই করেছে ফ্রান্স, চীন, ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও কানাডা’সহ বিশ্বের ৬০টি দেশ।
যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন, এআইয়ের বৈশ্বিক শাসন ও জাতীয় নিরাপত্তার ওপর প্রযুক্তিটির প্রভাব মোকাবেলায় যথেষ্ট নয় এ ঘোষণাপত্র।
“এর বেশিরভাগ অংশের সঙ্গে আমরা একমত এবং আমাদের আন্তর্জাতিক পার্টনারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছি। প্যারিস এআই অ্যাকশন সম্মেলনে টেকসই ও সাইবার নিরাপত্তা নিয়ে চুক্তিতে সইয়ের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছি আমরা।”
“তবে আমাদের মনে হয়েছে, ঘোষণাপত্রটি থেকে গোটা বিশ্বের এআই শাসনব্যবস্থা নিয়ে যথেষ্ট বাস্তব ও স্পষ্ট ধারণা মেলেনি। পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও এর সামনে এআই যে চ্যালেঞ্জ তৈরি করেছে তা সম্পর্কেও বিভিন্ন কঠিন প্রশ্নের সমাধান মেলেনি এতে।”
সম্মেলনের মঞ্চে উঠে এআই প্রযুক্তির ওপর ইউরোপের ‘অতিরিক্ত নিয়ন্ত্রণের’ সমালোচনাও চীনের সঙ্গে সহযোগিতার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
এমন ঘটনার পরপরই ঘোষণাপত্রে দুই দেশের সই না করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে গার্ডিয়ান।
যুক্তরাষ্ট্র এতে সই না করার কারণেই ব্রিটেন অস্বীকৃতি জানিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন, এ ঘোষণার বিষয়ে “যুক্তরাষ্ট্রের কারণ বা অবস্থান সম্পর্কে অবগত নন” তারা।