Published : 24 Dec 2023, 04:17 PM
ওপেনএআই ১০ হাজার কোটি ডলার বা তার বেশি মূল্যের একটি নতুন তহবিল সংগ্রহের জন্য প্রাথমিক আলোচনায় রয়েছে।
নতুন তহবিলের শর্ত, মূল্য ও সময় এখনো চূড়ান্ত হয়নি এবং পরিবর্তনও হতে পারে বলে এ বিষয়ে অবগত ব্যক্তিদের উদধৃতি দিয়ে শুক্রবার এক প্রতিবেদন লিখেছে ব্লুমবার্গ নিউজ।
প্রতিবেদনটিতে আরও উঠে এসেছে, আবুধাবিভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি জি৪২-এর সঙ্গে একটি নতুন চিপ তৈরির লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্যও আলোচনা করছে ওপেন এআই।
তবে, চিপ উদ্যোগ ও বৃহত্তর কোম্পানির তহবিলের বিষয় দুটি একই প্রকল্প বা তাদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না তা স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়েছে, জি৪২-এর কাছ থেকে ৮০০ থেকে হাজার কোটি ডলার সংগ্রহের বিষয়ে আলোচনা করেছে ওপেনএআই।
প্রতিবেদন অনুসারে, ওপেনএআই আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রভিত্তিক ইক্যুইটি ফার্ম থ্রাইভ ক্যাপিটালের নেতৃত্বে একটি আলাদা টেন্ডার অফার পূর্ণ করতে যাচ্ছে , যা কোম্পানির কর্মচারীদের আট হাজার ৬০০ কোটি ডলার মূল্যের শেয়ার বিক্রির অনুমতি দেবে।
এদিকে, প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের ওপেনএআই-তে এক হাজার কোটি ডলার বিনিয়োগের কথা রয়েছে।
এ প্রসঙ্গে রয়টার্স যোগাযোগ করলে ‘কিছুই জানানোর নেই’ বলেছে মাইক্রোসফট। আর ওপেনএআই মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।
২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি প্রকাশ করার মাধ্যমে গোটা বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্ত্বার উন্মাদনা ছড়িয়ে দেয় কোম্পানিটি।
চ্যাটজিপিটি, একটি চ্যাটবট যা ব্যবহারকারীর প্রম্পটের উপর ভিত্তি করে মানুষের মতো আলাপ করতে পারে, এআই জনপ্রিয়তাকে ব্যাপকভাবে বাড়িয়ে দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোভিত্তিক কোম্পানি ওপেনআই-এর মূল্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। কোম্পানিটি এর আগে ৩০ কোটি শেয়ার বিক্রি করেছে যার মূল্য ছিল তিন হাজার কোটি ডলার।
নভেম্বরের শেষ নাগাদ কোম্পানির সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, ওপেনএআইয়ের পর্ষদে ভোটের অধিকার ছাড়া পর্যবেক্ষক হিসেবে অবস্থান করবে মাইক্রোসফট।
গত ১৭ নভেম্বর বিস্তারিত কারণ ছাড়াই কোম্পানির সিইও স্যাম অল্টম্যানকে ছাঁটাই করা হলে বিনিয়োগকারী ও কর্মচারীরা শঙ্কিত হয়ে পড়ে, এর চার দিন পরই নতুন পর্ষদের কথা দিয়ে তাকে পুনরায় নিজ পদে ফিরিয়ে আনতে বাধ্য হয় ওপেনএআই।