Published : 28 Dec 2024, 04:03 PM
ইনস্টাগ্রামে ফলোয়ার তালিকায় এমন লোকজন থাকতে পারে যাদের কাছ থেকে বিশেষ পোস্ট বা স্টোরি লুকিয়ে রাখতে হতে পারে।
পোস্ট বা স্টোরি লুকিয়ে রাখতে কয়েকটি পদক্ষেপ নিতে পারেন। পোস্টের বেলায় সরাসরি নির্দিষ্ট মানুষের থেকে লুকিয়ে রাখার ফিচার না থাকলেও ব্লক অথবা রেসট্রিক্ট ফিচার ব্যবহার করতে পারেন। আরেকটি উপায় হল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে ফেলা। স্টোরির বেলায় অবশ্য নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে লুকিয়ে ফেলার ফিচার রয়েছে।
কীভাবে এসব ফিচার ব্যবহার করতে পারেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
ব্লক ফিচার
কেউ নিজের পোস্ট, স্টোরি এমনকি গোটা অ্যাকাউন্ট কারও থেকে হাইড করতে চাইলে ব্লক করা সবচেয়ে সহজ অপশন। এতে তারা অ্যাকাউন্টই আর খুঁজে পাবে না।
এটি করতে প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে যান। যে ব্যক্তির প্রোফাইল ব্লক করতে চান সেই প্রোফাইল খুলুন। প্রোফাইল পৃষ্ঠায় ওপরে ডান কোণায় থ্রি-ডট আইকনে চাপুন।
পপ-আপ মেনু থেকে ‘ব্লক’ অপশনটি বেছে নিন।
‘ব্লক [ইউজারনেইম]?’ লেখা প্রম্পট সামনে এলে ‘ব্লক’ অপশন বেছে নিন। এরপর আরেকবার ‘ব্লক’ অপশনে চাপুন।
এ ব্যবহারকারীর মালিকানাধীন বা ভবিষ্যতে তৈরি হতে পারে এমন অতিরিক্ত অ্যাকাউন্টও ব্লক করতে চাইলে “ব্লক [ইউজারনেইম] অ্যান্ড আদার অ্যাকাউন্টস দে মে হ্যাভ অর ক্রিয়েটেড’ অপশনটি বেছে নিন। এরপর শেষে আরেকবার ‘ব্লক’ অপশনে চাপুন।
নির্বাচিত প্রোফাইলটি এখন ব্লক হয়ে থাকবে। চাইলেও আর প্রোফাইলের ছবি, পোস্ট বা স্টোরি দেখতে পারবে না। অ্যাকাউন্টটি পরবর্তীতে কেউ চাইলে আনব্লকও করতে পারেন।
হাইড স্টোরি ফিচার
ইনস্টাগ্রাম স্টোরির ক্ষেত্রে এমন নির্দিষ্ট অ্যাকাউন্ট বেছে নিতে পারেন, যাদের কাছে স্টোরি লুকিয়ে রাখতে চান। এটি করতে ইনস্টাগ্রাম চালু করুন ও নিজের প্রোফাইল আইকনে চাপুন।
প্রোফাইল পৃষ্ঠা থেকে ওপরের ডান কোণায় তিনটি দাগের ওপরে চেপে মেনু চালু করুন। পপ আপ মেনু থেকে ‘সেটিংস’ অপশনটি বেছে নিন। এরপর ‘প্রাইভেসি’ অপশনে চাপুন।
পরের পৃষ্ঠায় ‘স্টোরি’ অপশনটি বেছে নিন। ‘স্টোরি’ পৃষ্ঠায় ‘হাইড স্টোরি ফ্রম’ সেকশন থেকে ‘০ পিপল’ লেখা অপশনে চাপুন। পরের স্ক্রিনে যার বা যাদের থেকে স্টোরি লুকাতে চান তাদের বেছে নিন। বেছে নেওয়ার পর, ব্যাক বাটনে চাপুন, ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তনগুলো সেইভ করে রাখবে।
অ্যাকাউন্ট প্রাইভেট করুন
মানুষকে নিজের ইনস্টাগ্রাম পোস্ট থেকে দূরে রাখার আরেকটি উপায় হল অ্যাকাউন্ট প্রাইভেট করে ফেলা। এর ফলে কেবল ফলোয়ার তালিকার মানুষরাই প্রোফাইলের পোস্ট দেখতে পাবেন। নতুন করে কেউ ফলোয়ার হতে চাইলে বা পোস্ট দেখতে চাইলে আগে ফলো রিকোয়েস্ট দিতে হবে। এরপর প্রোফাইলের মালিক এ অনুরোধ অনুমোদন করলেই কেবল দেখা যাবে পোস্ট।
এটি করার জন্য ইনস্টাগ্রাম অ্যাপ চালু করে নিজের প্রোফাইল আইকনে চাপুন। প্রোফাইল পৃষ্ঠা থেকে ওপরের ডান কোণায় তিনটি দাগের ওপরে চেপে মেনু চালু করুন। পপ আপ মেনু থেকে ‘সেটিংস’ অপশনটি বেছে নিন। এরপর ‘প্রাইভেসি’ অপশনে চাপুন।
পরের স্ক্রিন থেকে ‘প্রাইভেট অ্যাকাউন্ট’ লেখা অপশনের টগলটি চালু করে দিন। ‘সুইচ টু প্রাইভেট অ্যাকাউন্ট?’ লেখা প্রম্পট এলে ‘সুইচ টু প্রাইভেট’ অপশনে চাপলেই অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে যাবে।