Published : 17 May 2025, 02:09 PM
সাইবার আক্রমণের শিকার হয়েছে বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি কোম্পানি কয়েনবেইস। এ হামলায় ৪০ কোটি ডলার পর্যন্ত খোয়া যেতে পারে বলে অনুমান কোম্পানিটির।
কয়েনবেইস বলেছে, হ্যাকাররা তাদের জানিয়েছে, কোম্পানিটির কিছু ঠিকাদার ও কর্মীকে অর্থ দিয়ে গ্রাহকদের তথ্য সংগ্রহ বা তাতে প্রবেশ করেছে তারা।
এক ব্লগ পোস্টে ক্রিপ্টোকারেন্সি কোম্পানিটি বলেছে, তাদের ১ শতাংশেরও কম গ্রাহকের তথ্যে প্রবেশ করতে পেরেছে হ্যাকাররা। পরে কয়েনবেইসের নাম ভাঙিয়ে মানুষকে ঠকিয়ে তাদের ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রা হাতিয়ে নিয়েছে সাইবার হামলাকারীরা।
এরপর হ্যাকাররা গ্রাহকদের তথ্য গোপন রাখার জন্য কয়েনসেইসের কাছে দুই কোটি ডলার মুক্তিপণ চেয়েছে। তবে কোম্পানিটি এ অর্থ দিতে অস্বীকার করেছে ও প্রতিশ্রুতি দিয়েছে, যারা এ সাইবার হামলার শিকার হয়েছেন, তাদের সবাইকে ক্ষতিপূরণ দেবে কয়েনবেইস।
এ তথ্য প্রকাশের পর কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৪.১ শতাংশ।
অল্প কিছুদিনের মধ্যেই শেয়ারবাজার সম্মানজনক সূচক ‘এসঅ্যান্ডপি ৫০০’-তে যোগ দিতে যাচ্ছে মার্কিন কোম্পানি কয়েনবেইস, যেটি ক্রিপ্টো শিল্পের জন্য যুগান্তকারী এক মুহূর্ত। তবে এর ঠিক আগেই এ সাইবার হামলাটি ঘটল বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
ক্রিপ্টো ইন্ডাস্ট্রি যত বড় হচ্ছে ততই তা সাইবার অপরাধীদের টার্গেটে পরিণত হয়ে উঠছে– এ হামলা তারই প্রতিফলন।
গবেষণা প্রতিষ্ঠান ‘চেইনঅ্যানালাইসিস’-এর প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে ক্রিপ্টো ব্যবসা থেকে চুরি হওয়া মোট অর্থের পরিমাণ দুইশো ২০ কোটি ডলার।
কোম্পানিটি বলেছে, ১১ মে এক ‘অপরিচিত এক হুমকিদাতা’র কাছ থেকে ইমেইল পেয়েছে তারা।
বিবৃতিতে কয়েনবেইস বলেছে, “যেসব গ্রাহক প্রতারণার শিকার হয়ে সাইবার হামলাকারীকে অর্থ পাঠিয়েছেন তাদের ক্ষতিপূরণ দেব আমরা।
“আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে সাইবার হামলাকারীদের জন্য সবচেয়ে কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। হ্যাকাররা আমাদের কাছে যে দুই কোটি ডলার মুক্তিপণ চেয়েছে আমরা তা দেব না।
“এর বদলে এ হামলার জন্য দায়ী অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি দিতে যিনি বা যারা আমাদের তথ্য দিয়ে সাহায্য করবেন, তাদের জন্য দুই কোটি ডলার অর্থের পুরস্কার ঘোষণা করেছি আমরা।”
মার্কিন ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ’ কমিশনের কাছে দায়ের করা এক নথিতে কয়েনবেইস বলেছে, এ ঘটনার কারণে তাদের ১৮ থেকে ৪০ কোটি ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে।
কোম্পানিটি বলেছে, এ খরচের হিসাব মূলত ‘ক্ষতিপূরণও গ্রাহকদের স্বেচ্ছায় দেওয়া ফেরত অর্থ’ থেকে আসবে। তবে ভবিষ্যতে ‘সম্ভাব্য ক্ষতি, ক্ষতিপূরণ দাবী ও অর্থ উদ্ধারের’ ওপর ভিত্তি করে তাদের খরচের এই পরিমাণ বদলাতে পারে।
এদিকে, কয়েনবেইসের যেসব কর্মী হ্যাকারদের সঙ্গে মিলে গ্রাহকের তথ্য শেয়ার করেছেন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছে কোম্পানিটি।
গ্রাহকদের সতর্ক করে কয়েনবেইস বলেছে, ভবিষ্যতে আরও সাইবার হামলার চেষ্টা হতে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে।