Published : 12 Jun 2024, 05:44 PM
নিজস্ব ডব্লিউডব্লিউডিসি সম্মেলনের মঞ্চে, অ্যাপলের ভয়েস সহকারি সিরি-তে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল যোগ করার জন্য ওপেনএআইয়ের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছেন কোম্পানির সিইও টিম কুক।
তবে, ওই আয়োজনের শেষে প্রকাশিত প্রযুক্তিবিষয়ক নথিতে অ্যাপল স্পষ্ট করেছে, তাদের এআই প্রযুক্তি উন্নয়নের যাত্রায় বিজয়ী হয়েছে আরও একটি কোম্পানি। সেটি সিলিকন ভ্যালির আরেক জায়ান্ট গুগল।
অ্যাপলের এআই মডেলগুলো তৈরি করতে কোম্পানির প্রকৌশলীরা বিভিন্ন হার্ডওয়্যারসহ নিজস্ব সফটওয়্যার ব্যবহার করেছেন। ব্যবহার করেছেন নিজেদের তৈরি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ। পাশাপাশি, ব্যবহার হয়েছে এমন কিছু চিপ যা কেবল গুগলের ক্লাউডে পাওয়া যায় বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স। এ চিপগুলো ‘টেনসর প্রসেসিং ইউনিট’ (টিপিইউ) নামে পরিচিত।
গুগল অন্তত দশ বছর ধরে টিপিইউ তৈরি করছে। পাশাপাশি, তাদের পঞ্চম-প্রজন্মের চিপের দুটি ‘ফ্লেভার’ বা ধরন নিয়ে প্রকাশ্যে আলোচনা করেছে কোম্পানিটি, যেগুলো এআই প্রশিক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে। গুগলের দাবি তাদের পঞ্চম প্রজন্মের এ টিপিইউ এনভিডিয়া এইচ১০০ এআই চিপের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারে।
এ বছরই টিপিইউ’র একটি ষষ্ঠ প্রজন্ম প্রকাশ পেতে পারে বলে নিজেদের বার্ষিক সম্মেলনে ঘোষণা করেছে এ সার্চ জায়ান্ট।
বিশেষভাবে এআই অ্যাপ্লিকেশন মডেল চালানোর ও প্রশিক্ষণের জন্য নকশা করা হয়েছে এসব প্রসেসর। এগুলো ব্যবহার করেই গুগল নিজস্ব ক্লাউড কম্পিউটিং হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করেছে।
এ প্রসঙ্গে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি অ্যাপল ও গুগল।
এ ছাড়া, এনভিডিয়া বা অন্যান্য এআই চিপ নির্মাতাদের হার্ডওয়্যারের তুলনায়, গুগলের চিপ ও সফটওয়্যারের ওপর তারা কতটা নির্ভর করেছে সে বিষয়ে অ্যাপল প্রকাশ্যে আলোচনা করেনি বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
তবে, গুগলের চিপগুলো ব্যবহার করার জন্য সাধারণত একজন গ্রাহককে কোম্পানিটির ক্লাউড বিভাগের মাধ্যমে সেগুলো কিনতে হয়; ঠিক যেভাবে গ্রাহকরা অ্যামাজনের এডব্লিউএস ও মাইক্রোসফট আজুরে থেকে কম্পিউটিং সময় কিনে থাকেন।