Published : 20 Oct 2024, 05:47 PM
খাবারের তহবিল বা খাদ্য ভাতার অর্থ দিয়ে লন্ড্রি ডিটারজেন্ট, ওয়াইন গ্লাস ও ব্রণ ট্রিটমেন্ট প্যাডের মতো ব্যক্তিগত নানা পণ্য কিনেছিলেন মেটার কর্মীরা। ফলস্বরূপ কোম্পানি থেকে চাকরি হারিয়েছেন প্রায় দুই ডজন কর্মী।
অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট তাদের কর্পোরেট অফিসে কর্মীদের খাবারের ব্যবস্থা করে। আর, মেটার যেসব অফিসে খাবারের ব্যবস্থা নেই, সেসব ছোট অফিসের কর্মীদের জন্য খাবারের ভাউচার হিসেবে সকালের নাশতার জন্য ২০ ডলার, দুপুর ও রাতের খাবারের জন্য ২৫ ডলার দেয় মেটা, যাতে অফিসে থাকাকালীন পর্যাপ্ত খাবার খেতে পারেন কর্মীরা।
মেটার এই ঘটনা পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন।
খাবারের এইসব ভাউচার কেবল অফিসে কাজ করার সময় খাওয়ার জন্যই দেয় কোম্পানিটি। কোম্পানিটির এক অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে, খাবারের এই ভাতা অফিসে থাকা অবস্থায় খরচ না করে তা বাড়িতে নিয়ে গেছেন কোনো কোনো কর্মী। আর, খাবার ছাড়াও অন্য ব্যক্তিগত পণ্য কিনেছেন কিছু কর্মী।
গত সপ্তাহের এ ঘটনার তথ্য প্রথম প্রকাশ করে ব্রিটিশ দৈনিক পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস। এ খবর আলোচনায় আসার পর বৃহস্পতিবার মেটা বলেছে, আলাদা দল বা বিভাগ গঠনের অংশ হিসাবে কোম্পানি জুড়ে কর্মীদের ছাঁটাই করছে কোম্পানিটি।
মেটার মুখপাত্র ট্রেসি ক্লেটন বলেছেন, “মেটার কয়েকটি বিভাগ নিজেদের দীর্ঘমেয়াদী কাজের কৌশলগত লক্ষ্য ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করতে এই পরিবর্তন আনছে।”
“যার মধ্যে রয়েছে কোম্পানির কিছু বিভাগকে বিভিন্ন জায়গায় সরিয়ে নেওয়া ও কিছু কর্মীকে বিভিন্ন ভূমিকায় বা পদে পাঠানো। এ ধরনের পরিস্থিতিতে যখন কোনও পদ থেকে কাউকে সরানো হয় তখন এসব কর্মীর জন্য আমরা অন্যান্য সুযোগ তৈরির চেষ্টা করি।”
তবে ঠিক কতজন কর্মীকে ছাঁটাই হয়েছেন তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে মেটা। এই কর্মী ছাঁটাই হয়েছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেইসবুক ও রিয়ালিটি ল্যাব বিভাগে। মূলত ভার্চুয়াল রিয়ালিটি ও মেটাভার্স নিয়ে মেটার রিয়ালিটি ল্যাব কাজ করে।
ছাঁটাই করা কর্মীদের মধ্যে আছেন কোম্পানিটির সুরক্ষা গবেষক জেন মানচুন ওয়াং। সামাজিক যোগাযোগ মাধমে বিভিন্ন ফিচার নিয়ে ভবিষ্যৎবাণী দেওয়ার জন্য প্রযুক্তি বিশ্বে সুপরিচিত মানচুন ওয়াং। ২০২৩ সালের জুনে ইনস্টাগ্রাম ও থ্রেডস-এ কাজ করার জন্য মানচুন ওয়াংকে নিয়োগ দেয় মেটা।
গত বছর কয়েক দফায় ২০ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করেছে মেটা। তবে ২০২৩ সালকে নিজেদের ‘দক্ষতার বছর’ বলে বর্ণনা করেছিলেন কোম্পানিটির নির্বাহী প্রধান মার্ক জাকারবার্গ।
এদিকে, গত বছরের এই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ার মূল্য বেড়েছে প্রায় ৮০ শতাংশ।