Published : 15 May 2025, 12:04 PM
‘অ্যাপোলো গো’ রোবোট্যাক্সি ব্যবসা এ বছর ইউরোপের বাজারে সম্প্রসারণের পরিকল্পনা করছে চীনের প্রযুক্তি কোম্পানি বাইদু– এমন তথ্য মিলেছে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ও নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি’কে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে সুইজারল্যান্ডে নিজেদের একটি শাখা খোলার ও তুরস্কে স্থানীয়ভাবে কার্যক্রম শুরুর পরিকল্পনা করছে ‘অ্যাপোলো গো’।
এ বিষয়ে সিএনবিসির মন্তব্যের অনুরোধে কথা বলতে রাজি হয়নি বাইদু।
চীনা কোম্পানিটির অ্যাপোলো গো রোবোট্যাক্সি ইউনিট সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ চালকবিহীন ট্যাক্সি পরিষেবা পরিচালনা করে। যার মধ্যে বেইজিংয়ের একটি শহরতলি ও চীনের অন্যান্য শহর অন্তর্ভুক্ত রয়েছে। এসব ট্যাক্সি সাধারণত সাশ্রয়ী ভাড়ার।
মার্চ মাসে অ্যাপোলো গো ঘোষণা করেছে, দুবাই ও আবুধাবিতে নিজেদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে তারা। গত সপ্তাহে কোম্পানিটি বলেছিল, হংকংয়েও নিজেদের পরীক্ষামূলক কাজ চলছে তাদের।
বাইদু’র বিভিন্ন রোবোট্যাক্সিকে সম্পূর্ণ স্বচালিতভাবে চলার অনুমতি দিয়েছে চীনের স্থানীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো। তবে তার আগে সেগুলোকে একাধিক পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, কখনও নিরাপত্তা চালকসহ, কখনও আবার চালক ছাড়া।
বাইদু রোবোট্যাক্সি’র প্রতিদ্বন্দ্বী আরেক চীনা কোম্পানি ‘পনিএআই’ এ মাসের শুরুতে বলেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক উবারের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে তারা। এর মাধ্যমে নিজেদের গাড়ি উবারের প্ল্যাটফর্মে চালু করবে কোম্পানিটি। এ বছরের শেষ দিকে তারা মধ্যপ্রাচ্যেও কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে তাদের।