০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
স্বচালিত গাড়ি তৈরিতে বড় ভূমিকা রাখছে এনভিডিয়া। এ গাড়ির জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার দুই-ই বিক্রি করছে তারা।
মার্চে টেক্সাসের অস্টিনে চালকবিহীন ট্যাক্সি পরিষেবা চালু করেছে উবার। কোম্পানিটি বলেছে, দিনে ২০ ঘণ্টা করে সপ্তাহের সাত দিনই কাজ করবে এসব গাড়ি।
চীনা কোম্পানি বাইদু’র অ্যাপোলো গো রোবোট্যাক্সি সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ চালকবিহীন ট্যাক্সি পরিষেবা পরিচালনা করে।
এ গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের আটলান্টায় রোবোট্যাক্সি পরিষেবা চালুর জন্য আগ্রহী রাইডারদের সাইন আপ করারও অনুমতি দিতে শুরু করেছে ওয়েইমো ও তার পার্টনার উবার।
‘সাইবারক্যাব’ নামের এই রোবট্যাক্সিতে চড়ে আয়োজনের মঞ্চে পৌঁছান মাস্ক, যেখানে তিনি বলেন, “স্বচালিত গাড়ির ভবিষ্যৎ এখনই চলে এসেছে”।
স্বচালিত গাড়ির ধারণাটি দীর্ঘদিন ধরেই মাস্ককে মুগ্ধ করে রেখেছে। আর এটি নিয়ে বেশ কিছু ভবিষ্যদ্বাণীও করেছেন তিনি, যেগুলোকে গাড়ি নির্মাতার জন্য দুঃসাহসী বলা চলে।