Published : 08 Jan 2025, 02:58 PM
সাবেক সহযোগী ইলন মাস্ককে বিশাল কিছু মনে করেন না স্যাম অল্টম্যান। তিনি বলেছেন, ‘সব রকম পচা কাজ’ করতে পারে মাস্ক। তবে, এ মন্তব্য করতে গিয়ে একটা কিন্তু রেখে দিয়েছেন ওপেনএআই সিইও।
অল্টম্যান মনে করেন, প্রতিযোগীদের দমন করতে নিজের নতুন রাজনৈতিক প্রভাব ব্যবহার করবেন না ইলন মাস্ক।
স্যাম অল্টম্যান কথা বলছিলেন ব্লুমবার্গের সঙ্গে। অবধারিতভাবেই এ আলাপে চলে আসে ইলন মাস্কের কথা। ওপেনএআই প্রতিষ্ঠার সময় স্যাম অল্টম্যানের সঙ্গেই ছিলেন তিনি। এরপর নানা ঘটনা ঘটেছে। বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন মাস্ক। জড়িয়েছেন রাজনীতিতেও।
এই সময়ে, অনেকের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ইলন মাস্ক।
সাবেক সহকর্মী-বন্ধুর বিষয়ে কেমন মূল্যায়ন স্যাম অল্টম্যানের? তিনি কি নতুন পাওয়া রাজনৈতিক ক্ষমতার ব্যবহার করবেন প্রতিদ্বন্দ্বী বা অপছন্দের মানুষদের ঘায়েল করতে?
“ওহ্, ও সব ধরনের বাজে কাজ করবে। আমাদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে। মামলা হয়ত কখনও তুলেও নেবে, বা অন্য কোনো বাজে কাজ করবে।”
এর পরপরই যোগ করেন অল্টম্যান, “কিন্তু শত্রু বধে রাজনৈতিক ক্ষমতার ব্যবহার? না! আমার মনে হয় না ও সেটা করবে।”
অল্টম্যানের এই আলাপ নিয়েই ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট বলেছে, বছরের পর বছর ধরে চলা ঝগড়া ও ওপেনএআইয়ের বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ নিয়ে নাটকীয় মামলার পরও তিনি মাস্কের পক্ষেই কথা বললেন।
একসময় দুজন ছিলেন ঘনিষ্ট বন্ধু
মাস্ক ও অল্টম্যান একসময় চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেনএআই প্রতিষ্ঠার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বিপদ থেকে মানব সভ্যতাকে ‘বাঁচাতে’ চেয়েছিলেন।
কোম্পানিটির মূল লক্ষ্য নিয়ে মতবিরোধ ও অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের ফলে ২০১৮ সালে শেষ পর্যন্ত ওপেনএআই ছেড়ে যান মাস্ক। তখন থেকেই নিজের এআই কোম্পানি তৈরিতে কাজ করছেন তিনি।
গত বছর প্রকাশ্যে আসে অল্টম্যান ও মাস্কের মধ্যকার এই দ্বন্দ্ব। ওই সময় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেন মাস্ক। ওপেনএআই প্রতিষ্ঠার সময় এর উদ্যোক্তাদের মূল নীতি ছিল, কোম্পানিটি অলাভজনক হবে। ইলন মাস্ক অভিযোগ করেন, সে জায়গা থেকে সরে এসেছেন অল্টম্যান।
ওই সময় অল্টম্যান ও ওপেনএআই সম্পর্কে নিজের স্বভাব অনুসারে বিদ্রুপসহ নানা কথা পোস্ট করেছেন মাস্ক।
এ মামলাটি বাদেও অল্টম্যান ও ওপেনএআইয়ের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন মাস্ক। এবার নিজের অভিযোগকে আরও বাড়িয়ে মাস্ক দাবি করেন, একচেটিয়া ব্যবসা তৈরির জন্য বিনিয়োগকারী মাইক্রোসফটের সঙ্গে কাজ করেছে ওপেনএআই।
মার্কিন এই ধনকুবের আরও অভিযোগ করেছেন, মুনাফার পিছনে ছুটতে গিয়ে অলাভজনক হিসাবে প্রতিষ্ঠিত কোম্পানির প্রতিজ্ঞা ভঙ্গ করেছে ওপেনএআই।
আর এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছে ওপেনএআই।
এতো বৈরিতার পরও অল্টম্যান বিশ্বাস করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ, এবং এ বিষয়ে এখনও মাস্ক ও তার মধ্যে একটি ‘আস্থার’ জায়গা রয়েছে।
তিনি যোগ করেন, তবে সাবধানতার সঙ্গে এআইকে পরিচালনা করতে হবে।
ট্রাম্পের সঙ্গে মাস্কের ঘনিষ্ঠতা ও নতুন পদ পাওয়ার পরও অল্টম্যান মনে করছেন না যে, প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করতে নিজের ক্ষমতা ব্যবহার করতে এতদূর যাবেন মাস্ক।
“তবে আমার ধারণা ভুলও হতে পারে,” বলেন অল্টম্যান।