Published : 05 Aug 2023, 12:20 PM
জাপানের মুদ্রাবিষয়ক শীর্ষ রাজনীতিবিদ মাসাতো কানদার নামে তৈরি ভুয়া ‘এক্স’ অ্যাকাউন্ট সরিয়ে নেওয়ার দাবি করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
“দয়া করে এই ছদ্মবেশী অ্যাকাউন্টটি ফলো করবেন না ও এর কোনো পোস্টে মন্তব্য করবেন না” -- ইংরেজি ভাষায় লেখা এক পোস্টে আগে ‘টুইটার’ নামে পরিচিত সামাজিক মাধ্যমটিতে বলেছে জাপানের অর্থ মন্ত্রণালয়।
এমন দাবিকে প্রতিবেদনে ‘বিরল’ বলে লিখেছে রয়টার্স।
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে বিভিন্ন উদ্যোগের অন্যতম কারিগর কানদা। ‘ইয়েন’-এর মান স্থিতিশীল রাখার ক্ষেত্রে তার ভূমিকাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।
ওই ভুয়া অ্যাকাউন্ট এখন স্থগিত হয়ে গেছে।
এই প্রসঙ্গে বিবিসি এক্স-এর মন্তব্য জানতে চাইলে তারা সাড়া দেয়নি।
জাপানে অর্থবিষয়ক বিভিন্ন নীতি নির্ধারণে কানদার কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি তার মন্তব্যে ইয়েনের মূল্যমান বদলে যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
রয়টার্স বলছে, সাড়ে পাঁচশ ফলোয়ার থাকা ওই অ্যাকাউন্টে সাকুল্যে পাঁচটি পোস্ট থাকলেও ইয়েন বা জাপানের আর্থিক বাজার সম্পর্কে কোনো মন্তব্য আসেনি। সবচেয়ে সাম্প্রতিক পোস্ট ছিল সপ্তাহের শুরুতে কানদা’র ইউক্রেইন সফর নিয়ে।
‘Masato Kanda @Jgghkj_’ নামে জাপানের অর্থ উপমন্ত্রী কানদা মাসাতোর ছদ্মবেশী অ্যাকাউন্টের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।” -- বৃহস্পতিবার এক্স-এ দেওয়া এক পোস্টে বলেছে দেশটির মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও যোগ করে, তারা এখন অনুরোধ জানাচ্ছে যে এক্স যেন ওই ছদ্মবেশী অ্যাকাউন্ট মুছে ফেলে।
শুক্রবার এক্স-এর এক নোটিশে দেখা যায়, ‘টুইটারের নীতিমালা’ লঙ্ঘনের দায়ে ওই অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।
বিভিন্ন বৈশ্বিক আর্থিক বাজারে দীর্ঘ সময় ধরেই ‘নিরাপদ মুদ্রা’ হিসেবে বিবেচিত হয়ে আসছে ইয়েন। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে সাধারণত বিনিয়োগকারীরা এটি কিনে থাকেন।
তবে, সাম্প্রতিক মাসগুলোয় মার্কিন ডলারের বিপরীতে এই মুদ্রার মূল্যমান কমতে দেখা গেছে। এর কারণ হল, জাপানের কেন্দ্রীয় ব্যাংক এর মূল সুদের হার রেখেছে শুন্যেরও নীচে। তাও এমন সময় যখন বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক ব্যাপকভাবে সুদের হার বাড়িয়েছে।
কোনো মুদ্রায় উচ্চমাত্রার সুদের হার থাকলে তা বিনিয়োগকারীদেরও আকৃষ্ট করে।
এর ফলে, বিভিন্ন দেশ থেকে জাপানের এই মুদ্রার চাহিদা কমে যাওয়ায় এর মূল্যমানও হ্রাস পেয়েছে।
গত সপ্তাহে নিজেদের সুদের হার একেবারে নিম্নপর্যায়ে রাখলেও পরবর্তীতে এটি স্বাধীনভাবে বাড়ানোর আশ্বাস দিয়েছে ‘ব্যাংক অফ জাপান’।
তবে, বৃহস্পতিবার মুদ্রাটির মূল্যমান দুর্বল হয়ে এক ডলারের বিপরীতে একশ ৪৩ দশমিক ৮৯ ইয়েনের ঘরে গিয়ে পৌঁছায়, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন।