Published : 03 Oct 2024, 02:41 PM
নতুন আপডেটে ভিডিও কলের সময় ব্যবহারকারীরা নিজেদের ব্যাকগ্রাউন্ড বা আশপাশের পরিবেশ লুকিয়ে রাখতে পারবেন এমন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ বলেছে, ব্যবহারকারীদের ভিডিও কলের কথোপকথনে আরও ‘মজাদার ও অভিব্যক্তিপূর্ণ অনুভূতি’ দিতেই আসছে এ আপডেট।
ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের পাশাপাশি প্লাটফর্মটিতে একটি নতুন ফিল্টারও যোগ করেছে হোয়াটসঅ্যাপ, যা ভিডিও কলের সময় নিজের ছবিতে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
এই ফিল্টারের মাধ্যমে ভিডিও কলের সময় ব্যবহারকারীরা চাইলে নিজের ছবি সাদা-কালো করতে পারবেন।
নতুন ফিল্টারে সাদা-কালোর পাশাপাশি একটি ‘টাচ আপ’ অপশনও যোগ করেছে হোয়াটসঅ্যাপ। এরকম ফিল্টার এরইমধ্যে ভিডিও চ্যাটিং অ্যাপ জুম-এও রয়েছে, যা ব্যবহারকারীর ত্বককে মসৃণ করাসহ নানাভাবে পরিবর্তন করে।
আপডেটের ঘোষণায় হোয়াটসঅ্যাপ বলেছে, “প্রাকৃতিকভাবে ব্যবহারকারীর চেহারা ও আশপাশের পরিবেশের উজ্জ্বলতা বাড়িয়ে ব্যবহারকারীর আত্মবিশ্বাস ও স্বাচ্ছন্দ্যবোধে সহায়তা করবে এসব ফিল্টার, যা আরও প্রাণবন্ত ও উপভোগ্য করে তুলবে ভিডিও কলকে।”
ব্যবহারকারীর আশপাশের পরিবেশ পরিবর্তনের জন্য সব মিলিয়ে নতুন আপডেটে রয়েছে দশটি ব্যাকগ্রাউন্ড অপশন। যেমন– ব্লার বা ঝাপসা, লিভিং রুম বা বসার ঘর, অফিস, ক্যাফে, পেবলস, ফুডি বা ভোজনরসিক, স্মুশ, বিচ বা সমুদ্র সৈকত, সানসেট বা সূযোদয়, সেলিব্রেশন বা উদযাপন ও ফরেস্ট বা বন।
এ ছাড়াও রয়েছে গরম, ঠাণ্ডা, সাদা-কালো, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস ও ডুয়ো টোন’সহ মোট দশটি ফিল্টার।
এসব ফিল্টার গ্রুপ কলের পাশাপাশি বিভিন্ন স্বতন্ত্র কলেও ব্যবহার করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
নতুন আপডেটের এসব ফিচার চালু করতে স্ক্রিনের উপরের ডানদিকে থাকা আইকনটিতে প্রেস করতে হবে, যেখানে ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের বিভিন্ন অপশন ‘মেনু’ হিসেবে থাকবে। এখান থেকে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো অপশন নির্বাচন করার সুযোগ পাবেন।
এ নতুন আপডেট ‘আগামী সপ্তাহ’ থেকে সবার জন্য চালু করার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ।