Published : 15 Sep 2024, 06:45 PM
অনেকেই হয়ত জানেন না, পেশাজীবিদের অনলাইন সাইট লিংকডইনে গেইমও খেলা যায়!
গেল মে মাসে ‘লিংকডইন নিউজ’-এর বরাতে তিনটি পাজল গেইম চালু করার ঘোষণা দিয়েছিল সাইটটি, অনেকটা মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে থাকা বিভিন্ন গেইমের মতোই। পাজল গেইম তিনটির মধ্যে রয়েছে যুক্তিবিষয়ক ধাঁধাঁর গেইম ‘কুইনস’, ওয়ার্ড গেইম ‘ক্রসক্লাইম্ব’ ও শব্দবিষয়ক আরেকটি গেইম ‘পিনপয়েন্ট’।
পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে গেইম খেলার বিষয়টি অদ্ভুত মনে হলেও লিংকডইন এতে গতানুগতিক প্রযুক্তিগত কৌশল অবলম্বন করে আরেকটি কোম্পানির সাফল্য অনুকরণের চেষ্টা করছে বলে উঠে এসেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে।
এ অনুপ্রেরণার মূল উৎস ছিল ‘এনওয়াইটি গেইমস’। এমনকি ২০২৩ সালের ডিসেম্বর থেকে একটি গেইমিং কোম্পানিও হয়ে উঠেছে নিউ ইয়র্ক টাইমস, যেখানে ব্যবহারকারীরা তাদের সংবাদভিত্তিক অ্যাপের তুলনায় এনওয়াইটি গেইমস অ্যাপেই বেশি সময় কাটিয়ে থাকেন।
শুধু লিংকডইন নয়, অ্যাপল নিউজ, নেটফ্লিক্স, ইউটিউব সবখানেই গেইমিংয়ের সুবিধা এসেছে।
“উদাহরণ হিসেবে ধরা যায়, টেট্রিস গেইম খেলার সময় আপনি কতটা ভয়ানক বা বাজে প্রকৃতির, পরের সপ্তাহে কী কী করতে হবে, এমনসব চিন্তা আপনার মাথায় আসবে না,” টেকক্রাঞ্চকে বলেছেন গেইমিংবিষয়ক মানসিক স্বাস্থ্য পরিচর্যা কোম্পানি ‘ডিপওয়েল ডিটিএক্স’র সহ-প্রতিষ্ঠাতা রায়ান ডগলাস।
তিনি আরও ব্যাখ্যা করেন, স্নায়ুবিজ্ঞানের কথা বিবেচনায় নিলে, গেইম খেলার সময় মানব মস্তিষ্কের ‘লিম্বিক সিস্টেম’ সক্রিয় হয়ে ওঠে, যা মানসিক চাপে দিক নির্দেশনা দেওয়ার বেলাতেও কাজ করে। তবে, এ ধরনের ‘স্ট্রেসর’ বা মানসিক উদ্দীপক কৃত্রিম উপায়ে তৈরি করা গেলে বিভিন্ন ধরনের উপায়ে মানব মস্তিষ্কে মানসিক চাপ কমিয়ে আনা সম্ভব।
ওয়ার্ডল গেইমটি নিউ ইয়র্ক টাইমসের কাছে বিক্রি করার আগে নিজের ভাইরাল সাফল্য নিয়ে টেকক্রাঞ্চের সঙ্গে কথা বলেছেন গেইমটির নির্মাতা জশ ওয়ার্ডেল।
“যেসব অ্যাপ ও গেইম আপনার অবিরাম মনোযোগ পেতে চায়, সেগুলো নিয়ে আমার খানিকটা সন্দেহ আছে। আমি এর আগে সিলিকন ভ্যালিতে কাজ করেছি। তারা এটা কেন করে, সেটা আমার ভালো করেই জানা,” বলেন ওয়ার্ডল।
“আমার ধারণা, মানুষের এমন বিষয়গুলোর প্রতি ক্ষুধা থাকে, যেগুলো স্বচ্ছভাবে তাদের কাছে কিছু চায় না।”