Published : 30 Apr 2025, 04:20 PM
ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর ঋণের শেষ বা চূড়ান্ত অংশ বিক্রি করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান।
মার্কিন ধনকুবের ইলন মাস্ক চার হাজার চারশ কোটি ডলারে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনেন, যেটির নাম পরে তিনি বদলিয়ে রাখেন এক্স।
টুইটার কেনার সময় তাকে এক হাজার তিনশ কোটি ডলারের ঋণ দিয়েছিল ‘মরগান স্ট্যানলি’, ‘ব্যাংক অফ আমেরিকা, বার্কলেইস’ ও ‘মিতসুবিশি ইউএফজে’সহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের একটি জোট। সোমবার বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র রয়টার্সকে বলেছে, তাদের ওই ঋণের যে অংশটি পরিশোধ করা বাকি ছিল এক্স-এর, সেটি বিক্রি করে দিয়েছে জোটটি।
সূত্রটি আরও বলেছে, একশ ২০ কোটি ডলারের ঋণের প্রতি ডলার ৯৮ সেন্ট দরে বিক্রি হলেও ৯.৫ শতাংশ লাভ হয়েছে ব্যাংকগুলোর।
প্রায় দুই বছর ধরেই মাস্কের এই ঋণের অংশ বিক্রি করার উপায় খুঁজছিল এ জোট।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের ঘনিষ্ঠ সম্পর্ক ও এক্স-এর রাজস্বে উন্নতির সম্ভাবনার সুযোগ নিয়ে প্রায় দুই বছর ধরে জমিয়ে রাখা এক হাজার তিনশ কোটি ডলার ঋণের প্রায় পুরোটাই এই জোট বিক্রি করে দিতে পেরেছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
টুইটার অধিগ্রহণে সবমিলিয়ে মাস্ককে মোট এক হাজার তিনশ কোটি ডলার ঋণ দিয়েছিল তারা।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি মরগান স্ট্যানলি, বার্কলেইস, মিতসুবিশি ইউএফজে ও এক্স। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ব্যাংক অফ আমেরিকা।
এ বিক্রির খবর প্রথম প্রকাশ করে মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। গত মাসে মাস্ক বলেছেন, তিন হাজার তিনশ কোটি ডলারে এক্সকে কিনে নিয়েছে তারই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর স্টার্টআপ এক্সএআই।
ওই সময় সামাজিক মাধ্যমটি কেনার বিষয়ে এক্স পোস্টে মাস্ক বলেছিলেন, “এই অধিগ্রহণের ফলে এক্সএআইয়ের মূল্য এখন আট হাজার কোটি ডলার ও এক্স-এর মূল্য তিন হাজার তিনশ কোটি ডলার।”