Published : 10 May 2023, 05:41 PM
ফোন কল ও এনক্রিপ্টেড মেসেজিং এর মতো আরও নতুন কিছু ফিচার টুইটার প্ল্যাটফর্মে যোগ করার ঘোষণা দিয়েছেন এর মালিক ইলন মাস্ক।
গতবছর মাস্ক “টুইটার টু পয়েন্ট’ ও ‘দ্যা এভরিথিং অ্যাপ’ নিয়ে তার পরিকল্পনার কথা প্রকাশ করেন। এতে যুক্ত হতে পারে এনক্রিপ্টেড ডাইরেক্ট মেসেজিং (ডিএম), দীর্ঘকায় টুইটবার্তা ও লেনদেন সুবিধা, এমনটাই বলেছিলেন তিনি।
“অচিরেই টুইটার অ্যাকাউন্ট দিয়ে ভয়েস ও ভিডিও চ্যাট করা যাবে, নিজের ফোন নাম্বার প্রকাশ না করেই, এই প্ল্যাটফর্মের থাকা পৃথিবীর যেকোন প্রান্তের কাউকে।” বৃহস্পতিবার এক টুইট বার্তায় বলেছেন ইলন মাস্ক।
টুইটারে কল করার সুবিধা যুক্ত করে এই ‘মাইক্রো-ব্লগিং’ প্ল্যাটফর্মটি ‘মেটা’ মালিকানাধীন ফেইসবুক ও ইন্সটাগ্রামে এতদিন ধরে প্রচলিত ফিচারের পথে হাঁটছে।
টুইটারে আগামী মঙ্গলবার থেকে এনক্রিপ্টেড ডিরেক্ট মেসেজ করার সুযোগ যুক্ত হওয়ার কথা মাস্ক বললেও প্রতিবেদনে রয়টর্স বলছে, এতে কল/ভিডিও চ্যাট এনক্রিপ্টেড হবে কিনা সে ব্যাপারে তিনি কিছুই বলেননি।
এই সপ্তাহে টুইটার জানিয়েছে, কয়েক বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলোকে দ্রুতই সরিয়ে ফেলে আর্কাইভ করবে কোম্পানিটি।