Published : 18 May 2025, 06:36 PM
দেশের বাজারে উন্মোচিত হয়েছে রিয়েলমি’র সর্বশেষ স্মার্টফোন ‘রিয়েলমি ১৪ ৫জি’ ও ‘রিয়েলমি ১৪টি ৫জি’।
কোম্পানিটির দাবি, যেসব ব্যবহারকারী ডিজিটাল লাইফস্টাইলের মসৃণ অভিজ্ঞতা পেতে চান ও পারফরম্যান্সের ব্যাপারে ছাড় দিতে নারাজ তাদের জন্য এ দুটি স্মার্টফোন।
স্পিড
এ ডিভাইসের মাধ্যমে গ্রাহকরা ডাউনলোড, ‘ল্যাগ-ফ্রি’ গেইমিং, স্মুথ স্ট্রিমিং, ব্লেজিং ফাস্ট ৫জি কানেক্টিভিটি, উভয় সিম স্লটে ‘ডুয়েল-মুড ৫জি’ ফিচার’সহ সবকিছুতেই ‘নেক্সট-জেনারেশন’ এক্সপেরিয়েন্স পাবেন, বলেছে রিয়েলমি।
চিপ
কোম্পানিটি বলেছে, স্মার্টফোনের স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ ৫জি চিপসেট ব্যতিক্রমী ও প্রসেসিং পাওয়ার দেবে। এতে করে চাহিদা অনুসারে নিত্যদিনের রুটিনমাফিক কাজ’সহ গ্রাফিক্স ইনটেনসিভ গেইমস স্বাচ্ছন্দ্যেই খেলা যাবে। একইসঙ্গে দেবে মাল্টিটাস্কিং ও রেসপন্সিভ পারফরম্যান্স।
স্টোরেজ
সর্বোচ্চ ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের ‘রিয়েলমি ১৪ ৫জি’ বেশি স্টোরেজ সুবিধার পাশাপাশি বিভিন্ন অ্যাপে দ্রুত সুইচ করার মতো সুবিধা দেবে ব্যবহারকারীদের ও ডাইনামিক র্যাম এক্সপেনশন স্মার্টফোনটিকে করবে ব্যবহার উপযোগী। এতে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ও ৬ হাজার এমএএইচ টাইটান ব্যাটারি।
ডিসপ্লে
স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ই-স্পোর্টস ডিসপ্লে। ব্যবহারকারীরা ফ্লুইড এনিমেশন, রেসপন্সিভ টাচ এক্সপেরিয়েন্স, আইডিয়াল মাল্টিমিডিয়া অ্যান্ড গেইমিং অভিজ্ঞতা পাবেন।
ক্যামেরা
‘ভার্সাটাইল’ ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা স্পষ্ট ও নিখুঁত ছবি তুলতে পারে বলে দাবি কোম্পানিটির। পাশাপাাশি বাড়তি লেন্স ও ইন্টেলিজেন্ট এআই ফিচার স্মার্টফোনপ্রেমীদের সৃজনশীলতা প্রকাশে সহায়তা করবে।
ব্যাটারি
এতে রয়েছে- ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সক্ষমতার ৬০০০এমএএইচ দীর্ঘস্থায়ী ব্যাটারি।
‘রিয়েলমি ১৪টি ৫জি’ ফোনে রয়েছে ৮জিবি র্যাম ও ১২৮জিবি/২৫৬ জিবি স্টোরেজের সুবিধা।
এ ছাড়া, দুটি ডিভাইসেই আছে আইপি৬৯, আইপি৬৮ ও আইপি৬৬ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স।
‘রিয়েলমি ১৪ ৫জি’ ও ‘রিয়েলমি ১৪টি ৫জি’ এর বাজারমূল্য যথাক্রমে ৪১ হাজার ৯শ ৯৯ টাকা ও ৩১ হাজার ৯শ ৯৯ টাকা।
১৪ মে’র মধ্যে প্রি-অর্ডার ক্যাম্পেইন চলাকালীন সময় যে সকল ব্যবহারকারী এ স্মার্টফোন কিনবেন তারা আড়াই হাজার টাকা মূল্যের নতুন বাজারে আসা ‘রিয়েলমি বাডস’ পাবেন বিনামূল্যে।