Published : 08 Aug 2016, 06:20 PM
সাদা ব্যাকগ্রাউন্ডে কালো টেক্সট আর নীল লিংক ছিল এর নকশায়, জানিয়েছে সিএনএন। প্রথম ওই ওয়েবসাইটটি এখনও অনলাইনে রয়েছে। কেউ ওয়েবসাইটটি ব্রাউজ করে সব সময় জিজ্ঞেস করা প্রশ্ন দেখতে চাইলে বা প্রযুক্তিগত প্রোটোকল নিয়ে সাময়িকভাবে মুগ্ধ হতে চাইলে তাদের জন্য বলা দরকার- এটা আজও অনলাইনে আছে।
এই ২৫ বছরে প্লেইন টেক্সট থেকে শুরু করে চমৎকার জিআইএফ থেকে এখন ছবি আর ভিডিও সম্বলিত পেইজে পরিবর্তন হয়েছে ওয়েবসাইট। তবে, সম্প্রতি মোবাইল ডিভাইসের জন্য আবার সাধাসিধা অবস্থায় ফিরে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
সত্যিকার অর্থে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ১৯৮৯ সালে সর্বপ্রথম কল্পনা করেছিলেন কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি। সেসময় তিনি গবেষণা পরিষদ সার্ন-এ ‘গ্লোবাল হাইপারটেক্সট’ সিস্টেমের জন্য একটি প্রস্তাব লিখেছিলেন তিনি। এর পরে এইচটিএমএল, এইচটিটিপি, আর ইউআরএল এর মতো আদ্যক্ষর দ্বারা সুপরিচিত কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি ডেভেলপ করেন তিনি।