Published : 16 Aug 2016, 09:41 PM
বিশ্বব্যাপী জুলাই এমনিতেই উষ্ণতম মাস। এর মূল কারণ উত্তর গোলার্ধ্বে প্রচুর খোলা ভূমি রয়েছে। এই ভূমি দ্রুত উত্তপ্ত হয় এবং সমুদ্রের চেয়ে বেশি তাপ ধরে রাখতে পারে।
প্রযুক্তি সাইট সিনেট জানিয়েছে, নাসার গডার্ড ইনস্টিটিউট থেকে পাওয়া আগের উষ্ণতম জুলাই মাসের রেকর্ড অনুসারে গড় তাপমাত্রার .৮৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়ে ১৮৮০ সালের পরের সবচেয়ে উষ্ণতম মাস ছিল ২০১১ সালের জুলাই।
জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে ১৮৯১ সালের পরে এটিই ছিল উষ্ণতম জুলাই মাস। আবার ইউরোপে কোপারনিকাস জলবায়ু পরিষেবা বলছে, এটা ১৯৭৯ সালের পর সবচেয়ে উষ্ণতম মাস ছিল।
এর আগে নাসা এবং এনওএএ এই বছরের শুরুতে ঘোষণা করেছিল যে, ২০১৫ সালে বিশ্বের উষ্ণতম বছর। জলবায়ু বিজ্ঞানী স্মিড-এর পূর্বাভাস, ২০১৬ এই রেকর্ড ভেঙ্গে দেওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।