Published : 15 Sep 2016, 12:46 AM
মার্কিন সংবাদ সাইট বিজনেস ইনসাইডার জানিয়েছে, স্নোডেন এই মুভিতে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তাকে দেখা যাবে একটি আবেগপূর্ণ ভাষণ দিতে। তিনি এই বক্তব্যটি দিয়েছেন রাশিয়া থেকে।
সত্য ঘটনা নিয়ে সিনেমা তৈরির জন্য সুপরিচিত পরিচালক স্টোন এর আগে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ড, সংগীত শিল্পী জিম মরিসন, ভিয়েতনামফেরত যুদ্ধাহত সেনা রন কভিক এবং মার্কিন আরেক প্রেসিডন্ট জর্জ ডাব্লিউ বুশকে নিয়ে সিনেমা বানিয়েছেন।
স্নোডেন-কে সিনেমা হলের পর্দায় দেখানোর আগে স্নোডেন-এর চরিত্রের কাল্পনিক নায়ক হিসেবে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা জোসেফ গোর্ডন লেভিট। এই অভিনেতাকে একটি স্টেইজে দেখা যাবে, যিনি টেলিপ্রেজেন্স রোবোট এর মাধ্যমে মস্কো থেকে স্নোডেন-এর ভাষণ প্রচার করবেন।
গোর্ডন-লেভিট বলেন, “এই (স্নোডেন এর ফাঁস করা তথ্য) তথ্য নিয়ে যদি জনগণের বিতর্ক না হয়, আমরা হেরে যাব। মার্কিন যুক্তরাষ্ট্রই একটি নীতি তৈরি করেছিল যে, দেশটির সাধারণ জনগণ যে কোনো ব্যাপারে সরকারকে প্রশ্ন এবং দায়ী করতে পারবে। যদি আমরা জাতীয় নিরাপত্তাকে রক্ষা করতে চাই তবে আমাদের নীতিকেও মেনে চলতে হবে।“
তারপরে, এডওয়ার্ড স্নোডেনকে দেখা যায় তার মস্কোর বাসায় একটি ল্যাপটপের সঙ্গে, যে ল্যাপটপে ইএফএফ (ইলেকট্রিক ফ্রন্ট্রিয়ার ফাউন্ডেশন যা অনলাইন নিরাপত্তা দেয়)-এর স্টিকার লাগানো ছিল। তিনি বলেন, “আমি যখন হাওয়াই ত্যাগ করি আমার একটি দৃঢ় জীবন, স্ত্রী, পরিবার, ভবিষ্যৎ ছিল। আমি সেগুলো হারিয়েছি কিন্তু নতুন একটি পেয়েছি, আমি অনেক ভাগ্যবান। আমি অনেক স্বাধীনতা পেয়েছি যা আমি অর্জন করেছি, সত্যিকার অর্থে আমার ভবিষ্যত নিয়ে কোনো চিন্তা নেই কেননা আমি আজ যা করেছি তা নিয়ে আমি খুশি।“
ছবিটির পরিচালক স্টোন মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-কে বলেন, "আমরা নয় বার একটি দৃশ্যকে নেয়ার চেষ্টা করেছি। আমি বুঝাতে চাচ্ছি, সে (স্নোডেন) কোনো অভিনেতা নয় এবং আমার মনে হয় সে কখনো হতেও পারবে না।"