Published : 31 Oct 2016, 05:53 PM
চলতি বছরের শুরুতে অনলাইন হয়রানি বন্ধে একটি টাস্কফোর্স চালু করেন ডিউক অফ ক্যামব্রিজ। প্রিন্স জর্জ আর প্রিন্সেস শার্লট-এর বাবা হওয়ার পর এই পদক্ষেপ নিতে উৎসাহিত হন বলে জানান তিনি।
এই টাস্কফোর্সের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে গুগল, স্ন্যাপচ্যাট, টুইটার আর ফেইসবুকের ব্রিটিশ ও ইউরোপীয় প্রধানরাসহ ওয়েব-এর প্রতিষ্ঠাতা স্যার টিম বার্নারস-লি ও রয়েছেন।
ইন্টারনেটকে শিশুদের জন্য একটি নিরাপদ স্থান করে তুলতে ও শিশু আর তাদের মা-বাবারা কোনো 'ট্রলিং' বিপত্তিতে পরলে তা যাতে সহজে মোকাবেলা করতে পারেন, এজন্য তাদের সহায়তা করতে টাস্কফোর্সকে আহ্বান জানান ডিউক। এক সূত্রের পক্ষ থেকে ওই দৈনিকটিকে বলা হয়েছে, "২০১৭ সালের মে মাসের মধ্যে এই টাস্কফোর্স তাদের কাজ শেষ করবে আর প্রযুক্তি খাতের জন্য নতুন পরামর্শ নিয়ে আসবে। ডিউক ওই পরামর্শগুলো নিয়ে আমেরিকা যেতে চান ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে গিয়ে বলতে চান যে- এটি হচ্ছে যুক্তরাজ্যে আমাদের পরিকল্পনা। এটি আপনাদের করতে হবে'।"
এই সফরে তিনি একাই যাবেন নাকি পরিবারের অন্য সদস্যদেরও নিয়ে যাবেন তা এখনও স্পষ্ট নয়।