Published : 02 Nov 2016, 10:14 PM
প্রতিযোগিতা চলাকালে প্রযুক্তি বিশেষজ্ঞরা ঢাকার সমস্যা সমাধানে নতুন ও উদ্ভাবনী ধারণার বাস্তবায়ন নিয়ে কাজ করবেন।
এ নিয়ে গ্রামীণফোন জানিয়েছে, ঢাকা বিশ্বের অন্যতম বৃহৎ মেগাসিটি এবং একই সঙ্গে অবাসযোগ্য শহরের তালিকায়ও ঢাকা শীর্ষস্থানে রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে ঢাকার দুঃসহ এসব সমস্যা সমাধান বের করতে প্রযুক্তি বিশেষজ্ঞদের এ উদ্যোগে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে মোট ৩০টি দল অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি দলে সর্বোচ্চ ৪ জন ও সর্বনিন্ম ৩ জন সদস্য থাকতে পারবে। দলগুলো ধারণার উন্নয়ন এবং ধারণার বাস্তবায়নে সফটওয়্যার (ওয়েব/মোবাইল অ্যাপ), হার্ডওয়্যার সলিউশন বা এআই নিয়ে কাজ করবে। প্রতিটি দলকে দিকনির্দেশনা দেওয়ার জন্য একজন করে মেন্টর থাকবেন।
আগ্রহী দলগুলো ৫ নভেম্বরের মধ্যে www.white-board.co ওয়েবসাইটে গিয়ে স্মার্ট সিটি হ্যাকাথনে নিবন্ধন করতে পারবেন। মনোনীত দলকে ই-মেইলের মাধ্যমে অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করা হবে।
এই উপলক্ষে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, "আমাদের এই ডিজিটাল অগ্রযাত্রায় আমরা প্রতিনিয়ত শিখছি এবং উন্নতি করছি। কমিউনিটির মাধ্যমেই শেখার সবচেয়ে ভালো সুযোগ আসে।"
"আমাদের বিশ্বাস, হোয়াইট-বোর্ড এখানে গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা রাখবে। জিপিহাউজে এটিই ৩৬ ঘণ্টাব্যাপী প্রথম কোনো হ্যাকাথন। ভবিষ্যতে বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমে আরও বেশি সহায়ক ভূমিকা রাখবে হোয়াইট-বোর্ড", যোগ করেন তিনি।
বিজয়ী দলকে প্রিনিউর ল্যাব ৬ মাসব্যাপী মেন্টরশিপ সহায়তা দেবে। এছাড়াও, আইইইই বিডিএস এবং আইপিআরন-ও বিজয়ী দলকে ৬ মাসের মেন্টরশিপ সহায়তা দেবে। পাশাপাশি, বিজয়ী দলকে ইনকিউবেশন সহায়তা দেবে ডিনেট (জাংশন)।
এ উদ্যোগ নিয়ে প্রিনিউর ল্যাব-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ নিজামী বলেন, "স্মার্ট ঢাকা হবে গতিশীল, আধুনিক এবং উন্নত। সিটি করপোরেশন, সরকার, উদ্ভাবক এবং টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের এ যৌথ উদ্যোগ মহৎ কিছু সৃষ্টি করবে। এমন সুযোগ কারোই হাত ছাড়া করা উচিত হবে না।"
আয়োজনটিতে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। নলেজ পার্টনার হিসেবে রয়েছে আইইইই বিডি সেকশন এবং আইওটি কাউন্সিল ইউরোপ। কমিউনিটি পার্টনার হিসেবে রয়েছে গুগল ডেভলপার গ্রুপ, মজিলা বাংলাদেশ, ইউজার হাব, উইমেন টেকমেকারস এবং ইনভেস্টমেন্ট পার্টনার হিসেবে রয়েছে স্পাইডার ডিজিটাল (দুবাই)।