Published : 15 Jan 2017, 06:26 PM
এই ব্রাউজারে নেই কোনো টাস্ক বার, নেই হোম বারও। তবে নির্মাতারা ইউআরএল বার ঠিক রেখেছেন। উপরে ট্যাবের বদলে ডানদিকে গোল বাবল থাকছে। এটি স্বয়ংক্রিয়ভাবে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করবে আর নতুন ট্যাবকে পেইজের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবে। বামদিকে সাইডবারে থাকছে অডিও আর ভিডিও-এর প্লেব্যাক কনট্রোলের ফিচারগুলো।একই সাইডবারে রয়েছে স্ক্রিনশটিং টুল আর সদ্য ডাউনলোডিংয়ের অপশন।
বড় পর্দার ব্যবহারকারীরা এই ব্রাউজারে একই উইন্ডোতে পাশাপাশি দুই ট্যাব ব্যবহারের সুবিধা পাবেন। অপেরা ব্রাউজারের মতোই ব্লিংক ইঞ্জিন ব্যবহার করায় নিওন দ্রুততম এক ব্রাউজার হতে যাচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।
এটি থেকে বাদ দেওয়া হয়েছে তুলনামূলকভাবে সুবিধাদাতা বুকমার্ক অপশন।
অপেরা দাবী করেছে , এটি ‘ধারণাভিত্তিক’ এক ব্রাউজার আর তাই এটি মূল অপেরা ব্রাউজারের প্রতিস্থাপক নয় কখনও। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের দেওয়া এক ঘোষণায় এই ব্রাউজারে আরও কিছু নতুন ফিচার যোগের কথাও তুলে ধরেছে।
অপেরার সাবেক প্রধান নির্বাহী ‘ভিভালডি’ নামের এরকমই আরেক ব্রাউজার ব্যবহার করছেন বলে জানিয়েছে সাইটটি।