Published : 14 Mar 2017, 06:53 PM
চীনের শেনঝেন স্টক একচেঞ্জ-এ এক নথিতে জেডটিই জানায়, নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার আগ পর্যন্ত থাকা চেয়ারম্যান ঝাও শিয়ানমিং “চেয়ারম্যান ও প্রেসিডেন্ট পদের মাঝে ভিন্নতা আনার মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা উন্নত করতে” পদক্ষেপ গ্রহন করেছেন।
ঝাও প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও প্রেসিডেন্ট পদে কাজ অব্যাহত রাখবেন।
২০১৫ সালে জেডটিই হোল্ডিংস- এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ঝাও। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জেডটিই কর্পোরেশন-এর প্রেসিডেন্ট পদে দায়িত্ব ছিলেন, জেডটিই-এর ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ এক সূত্র রয়টার্স-কে জানায়, তারা অভ্যন্তরীণভাবে এই সিদ্ধান্ত সম্পর্কে জানেননি। সেইসঙ্গে এক বছরের কম সময়ের মধ্যে চেয়ারম্যান পদ থেকে ঝাও-এর চলে যাওয়ায় তারা অবাক হয়েছেন বলেও জানান তিনি।
২০১৬ সালে ঝাও পুরো জেডটিই-এর চেয়ারম্যান ও প্রেসিডেন্ট হন। তার আগে প্রেসিডেন্ট ছিলেন শি লিরং।