Published : 01 Jul 2017, 06:04 PM
আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, প্রথম ফিচারটি সেটিংসে অন বা অফ করা যাবে। এটি বিভিন্ন পোস্ট ও সরাসরি ভিডিওতে আক্রমণাত্বক ও অনুপুযুক্ত মন্তব্যগুলো লুকাবে।
বৃহস্পতিবার এক পোস্টে ইনস্টাগ্রাম-এর পক্ষ থেকে বলা হয়, “সহায়তার জন্য, আমরা একটি ফিল্টার বানিয়েছি যা বিভিন্ন পোস্ট আর সরাসরি ভিডিও থেকে নির্দিষ্ট আক্রমণাত্বক মন্তব্যগুলো ব্লক করবে। অন্যান্য মন্তব্য স্বাভাবিকভাবেই দেখা যাবে আর আপনি এখনও বিভিন্ন মন্তব্য নিয়ে অভিযোগ করতে পারবেন, মুছে দিতে পারবেন বা সেগুলো বন্ধ করে দিতে পারবেন।”
“সেই সঙ্গে এই ফিল্টার বন্ধও করে দিতে পারবেন। এটি অ্যাকসেস করতে, প্রোফাইল থেকে সেটিংস মেনু’র ‘...’ ক্লিক করতে হবে ও ‘কমেন্টস’ অপশন চাপতে হবে।”
স্প্যাম ফিল্টারটি মন্তব্যগুলোর মধ্যে নিশ্চিত প্রতারণামূলক কিছু থাকলে তা শনাক্ত করবে ও ব্যবহারকারীদের পোস্ট ও সরাসরি ভিডিও থেকে ব্লক করবে।
এই ফিল্টার ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ, আরবি, ফরাসি, জার্মান, রুশ, জাপানি ও চীনা ভাষার স্প্যাম শনাক্ত করে সরাবে।
আইওএস ও অ্যান্ড্রয়েড-এ ইনস্টাগ্রাম অ্যাপের ১০.২৬ সংস্করণে এই আপডেটা আনা হবে।