Published : 09 Nov 2017, 06:24 PM
স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ-এর প্রধান নির্বাহী ইভান স্পিগেল-এর মতে, নতুন এই নকশা এই অ্যাপটির ‘ব্যবহার আরও সহজ করবে’।
যদিও ঠিক কবে এই পরিবর্তন আনা হবে তা নিয়ে স্পিগেল কোনো আভাস দেননি বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে। কর্মীদের বিভিন্ন সময়ে জানানো হয়েছে ৪ ডিসেম্বর থেকে নতুন করে এই সাজানো শুরু হবে।
স্ন্যাপচ্যাট ফেইসবুকের মতো ফিড ব্যবস্থা আনতে পারে বলে স্পিগেল আভাস দিয়েছেন। যদিও বিজনেস ইনসাইডার-এর সূত্র বলছে নতুন নকশাও “ক্যামেরা দিকে খোলা” থাকবে।
চলতি সপ্তাহের মঙ্গলবার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে স্ন্যাপ। এ প্রান্তিকে প্রত্যাশা মেটাতে পারেনি প্রতিষ্ঠানটি।