Published : 05 Dec 2017, 06:39 PM
এই ধারায় এবার সাধারণ জনগণের জন্য এই প্রযুক্তি পরীক্ষার ঘোষণা দিয়েছে নিসান। সামনের বছর জাপানের ইয়োকোহামা’য় রোবো-ট্যাক্সির পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নিসানের এই সেবার নাম বলা হচ্ছে ইজি রাইড-- খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট-এর।
চার বছর আগে নিসান প্রধান ঘোষণা দেন ২০২০ সালের মধ্যে স্বচালিত গাড়ি উৎপাদন করবেন তারা। এবার ২০১৮ সালেই তা জনগণের মধ্যে পরীক্ষা করার ঘোষণা দিয়েছে জাপানি প্রতিষ্ঠানটি।
নিসান জানায়, পরীক্ষামূলক অঞ্চলে যাত্রী সেবা দেবে তাদের বৈদ্যুতিক গাড়ি লিফ। এই গাড়িগুলোতে স্বচালিত প্রযুক্তি ব্যবহার করবে প্রতিষ্ঠানটি।
ইজি রাইড সেবার মাধ্যমে গ্রাহক অ্যাপের মাধ্যমে গাড়ি ডাকতে পারবেন। অ্যাপে গ্রাহক তার গন্তব্য ঠিক করার পাশাপাশি রেস্টুরেন্ট এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ঠিক করে দিতে পারবেন।
শুধু নিসান নয় ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে স্বচালিত গাড়ির ‘পাবলিক ট্রায়াল’ শুরু করেছে গুগলের ওয়েইমো। আর অন্য কিছু প্রতিষ্ঠানও এ ধরনের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে।
নিসান-এর ইজি রাইড সেবায় অংশ নিতে গ্রাহকদের ওয়েবসাইট থেকে নিবন্ধন করতে হবে বলে জানানো হয়েছে। ২০১৮ সালের ৫ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে এই সেবা।