Published : 10 Dec 2017, 04:40 PM
অ্যালফাবেট মালিকানাধীন গুগলের এই ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটিতে মিউজিক ভিডিওগুলোর মধ্যে সবার শীর্ষে জায়গা নিয়েছে ‘দেসপাসিতো’। শুধু এ বছরই নয় সর্বকালের সবচেয়ে বেশি দেখা ভিডিও’র তালিকাতেও এর অবস্থান সবার উপরে বলে উল্লেখ করা হয়েছে বিনোদনবিষয়ক মার্কিন সাপ্তাহিক ভেরাইটি’র প্রতিবেদনে।
প্রায় পাঁচ বছর ধরে ইউটিউবের সবচেয়ে বেশি দেখা ভিডিও’র শীর্ষস্থান ছিল দক্ষিণ কোরীয় সঙ্গীতশিল্পী সাই-এর মিউজিক ভিডিও ‘গ্যাংনাম স্টাইল’। চলতি বছর জুলাইয়ে সাই-এর এই ভিডিও-কে সরিয়ে শীর্ষস্থান দখলে নেয় মার্কিন র্যাপার উইজ খলিফা-এর ‘সি ইউ অ্যাগেইন’। পরের মাসেই পুয়ের্তো রিকান সঙ্গীতশিল্পী লুইস ফনসি’র ‘দেসপাসিতো’ সবার উপরে উপরে চলে আসে। এক্ষেত্রে গানটির মূল সংস্করণের কথাই বলা হয়েছে, কানাডীয় শিল্পী জাস্টিব বিবারের সংস্করণটি নয়- বলা হয়েছে প্রতিবেদনটিতে। বর্তমান হিসাবে ‘দেসপাসিতো’র মূল মিউজিক ভিডিওটি দেখা হয়েছে ৪৪০ কোটি বারেরও বেশি।
সবচেয়ে আলোচিত ভিডিওগুলোর মধ্যে শীর্ষ ১০টির মোট ভিউ সংখ্যা ৬৩ কোটি ৩০ লাখেরও বেশি, দেখার সময়ে হিসাব করলে অংকটা চার কোটি ঘণ্টারও বেশি।
২০১৭ সালে ইউটিউব-এর শীর্ষ ১০ আলোচিত ভিডিও-
১. থাই সঙ্গীত প্রতিযোগিতা দ্য মাস্ক সিঙ্গার-এর দ্বিতীয় আসরের ‘আনটিল উই উইল বিকাম ডাস্ট’।
২. ব্রিটিশ সঙ্গীতশিল্প এড শিরান-এর গান ‘শেইপ অফ ইউ’।
৩. ক্রীড়া বিনোদন সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান ডিউড পারফেক্ট-এর ‘পিং পং ট্রিক শটস ৩’।
৪. আমেরিকা’স গট ট্যালেন্ট ২০১৭ আসরের ১২ বছর বয়সী স্বরপ্রক্ষেপক ডারসি লিনে’র ‘গোল্ডেন বাজার’ পাওয়ার ভিডিও। স্বরপ্রক্ষেপক বা ভেনট্রিলোকুয়িস্ট হলেন বিশেষ এক দক্ষতার অভিকারী যারা এমন কৌশলে কথা বলেন যে, শুনলে তার স্বর তার মুখ থেকে নয় বরং ভিন্ন কোনো স্থান থেকে আসছে বলে মনে হয়।
৫. এড শিরান-এর ‘কারপুল কারাওকি’।
৬. মার্কিন সঙ্গীতশিল্পী লেডি গাগা’র ‘ফুল পেপসি জিরো সুগার সুপার বোল লি হাফটাইম শো’।
৭. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অভিষেকের ভিডিওতে বিকৃত করা লিপ রিডিংয়ের ভিডিও ‘ইনঅগারেশন ডে’।
৮. ভিডিও নির্মাতা ও মার্কিন সঙ্গীতশিল্পী বিল ওয়ার্টজ-এর ‘হিস্টোরি অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, আই গেস’।
৯. অ্যানিমেটেড শর্ট ফিল্ম ‘ইন এ হার্টবিট’।
১০. বিবিসি নিউজ-এর সংবাদ সাক্ষাৎকারে বক্তার বাসায় শিশুদের ক্যামেরার ফ্রেমে চলে আসার ভাইরাল ভিডিও।
২০১৭ সালে ইউটিউব-এর শীর্ষ ১০ মিউজিক ভিডিও’র তালিকা-
১. দেসপাসিতো।
২. শেইপ অফ ইউ।
৩. কলম্বিয়ান শিল্পী জে বালভিন আর ফরাসী শিল্পী উইলি উইলিয়াম-এর ‘মি জেনতে’ গানের অফিশিয়াল মিউজিক ভিডিও।
৪. কলম্বিয়ান শিল্পী মালুমা’র ‘ফেলিসেস লস ৪’ গানের অফিশিয়াল মিউজিক ভিডিও।
৫. মার্কিন সঙ্গীতশিল্পী ব্রুনো মার্স-এর ‘দ্যাট’স হোয়াট আই লাইক’ গানের অফিশিয়াল মিউজিক ভিডিও।
৬. পুয়ের্তো রিকান পপতারকা’র ‘অ্যাহোরা ডাইস’ গানের অফিশিয়াল মিউজিক ভিডিও।
৭. পুয়ের্তো রিকান শিল্পী নিকি জ্যাম-এর ‘এল আমান্তে’ গানের অফিশিয়াল মিউজিক ভিডিও।
৮. মার্কিন সঙ্গীতশিল্পী জেসন ডেরুলো-এর ‘সোয়ালা’ (অফিসিয়াল ভিডিও)।
৯. মার্কিন ডিজে ও সঙ্গীত প্রযোজক ডিজে খালেদ-এর ‘আই’এম দ্য ওয়ান’।
১০. স্প্যানিশ সঙ্গীতশিল্পী এনরিক ইগলেসিয়াস-এর ‘সুবেমে লা রেদিও’ (অফিশিয়াল ভিডিও)।