Published : 18 Dec 2017, 08:07 PM
অপেরা সফটওয়্যার বিজ্ঞাপন, টেলিযোগাযোগ, গেইম আর অনলাইন ব্যবসায়ের জন্য সফটওয়্যার নির্মাণ করে থাকে।
শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত টিকার ‘OPERA’ বদলানোরও পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। কিন্তু প্রতিনিধিত্ব করতে এরপর কী ব্যবহার করা হবে তা এখনও ঠিক করা হয়নি, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।
অপেরা সফটওয়্যার তাদের মোবাইল ব্রাউজার ‘অপেরা মিনি’ আর ডেস্কটপ ওয়েব ব্রাউজার ‘অপেরা’-এর জন্যই সবচেয়ে বেশি পরিচিত। বর্তমানে বিশ্বব্যাপী অপেরা ব্রাউজারের ব্যবহারকারীর সংখ্যা ৩৫ কোটিরও বেশি।
২০১৬ সালে প্রতিষ্ঠানটি তাদের ইন্টারনেট ব্রাউজার ব্যবসায় অপেরা বিক্রি করে দেয়।
চলতি বছর জানুয়ারিতে প্রতিষ্ঠানটি নিজেদের নতুন ব্রাউজার ‘অপেরা নিওন’ চালু করে। অপেরা দাবি করে , এটি ‘ধারণাভিত্তিক’ এক ব্রাউজার আর তাই এটি মূল অপেরা ব্রাউজারের প্রতিস্থাপক নয় কখনও।