Published : 23 Dec 2017, 12:01 PM
‘হ্যাভেন’ নামের একটি অ্যাপ বানিয়েছেন স্নোডেন। এই অ্যাপ অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনগুলোকে একটি পুরোপুরি গুপ্তচরবৃত্তিরোধী ব্যবস্থায় পরিণত করবে, বলা হয়েছে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে। স্নোডেনের সঙ্গে এই অ্যাপ বানাতে কাজ করছে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান গার্ডিয়ান প্রজেক্ট।
“ভাবুন তো আপনি কোনো হোটেলে আপনার সঙ্গে একটি পাহারাদার কুকুর নিয়ে গেলেন আর যখন আপনি রুম থেকে বের হবেন তখন এটিকে সেখানে রেখে গেলেন”- শুক্রবার মার্কিন সাময়িকী ওয়্যারড-এর প্রকাশিত এক সাক্ষাৎকারে অ্যাপটির বর্ণনায় এমন মন্তব্য করেন স্নোডেন। তিনি আরও বলেন, “এটি আসলেই স্মার্ট, আর যা হয় তার সবকিছু প্রত্যক্ষ করে ও রেকর্ড করে রাখে।”
ছবি- গার্ডিয়ান প্রজেক্ট
ওই স্থানে যা যা ঘটবে তা ফোনটি পর্যবেক্ষণ ও রেকর্ড করতে থাকবে। সেখান থেকে রেকর্ড করা ডেটা ব্যবহারকারীর ব্যক্তিগত ফোনে সুরক্ষিত উপায়ে পাঠানো হবে। এক্ষেত্রে সিগনাল অ্যাপের মতো কোনো এনক্রিপটেড যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হবে।
অ্যাপটিকে পরিচয় করিয়ে দেওয়ার একটি ভিডিওতে স্নোডেন বলেন, “আমরা অনুসন্ধানী সাংবাদিক, মানবাধিকার রক্ষা কর্মী আর ঝুঁকিতে থাকা মানুষদের জন্য একটি টুল হিসেবে হ্যাভেন বানিয়েছি। হ্যাভেন অ্যাপটি তল্লাশি, অভিযান, আটক- আইনের বাইরে এমন কোনো কাজে নাগরিকদের চুপ রাখা কঠিন করে দেয়।”