Published : 07 Jan 2018, 12:05 PM
এর আগে এই পর্দার ১৮ ইঞ্চি প্রটোটাইপ দেখিয়েছিল ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। এবার এলজি জানিয়েছে, তারা এই ওলেড পর্দাটি বড় টিভি’র আকারে বানাতে সক্ষম হয়েছে। নতুন এই টিভি’র আকার রাখা হয়েছে ৬৫ ইঞ্চি-- খবর প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর।
নতুন এই টিভির রেজুলিউশান বলা হয়েছে আল্ট্রা হাই ডেফিনেশন বা ৪কে। প্রয়োজনে এটি খবরের কাগজের মতো মুড়িয়ে রাখা যাবে।
এখন প্রশ্ন উঠতে পারে টিভি মুড়িয়ে রাখার প্রয়োজনীয়তা কী? এর উত্তর হতে পারে সংরক্ষণ ও স্থানান্তর অনেক সহজ হবে নতুন এই টিভির। আর এটি দেখতেও বৈজ্ঞানিক কল্পকাহিনীর ধারণা মনে হয়।
বাইরে থেকে দেখতে টিভির ওলেড পর্দাটি শিল্পীর ক্যানভাস বা বড় এক শিট কাগজের মতো দেখায়। নমনীয় হলেও পর্দাটিতে আগের চেয়ে বেশি প্রাকৃতিক ছবি দেখা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।