Published : 10 Feb 2018, 01:53 PM
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির সাবেক এক ইন্টার্ন এই সোর্স কোডগুলো চুরি করেছেন। কোডগুলো নিয়ে আইওএস জেইলব্রেকিং কমিউনিটির পাঁচ জন বন্ধুর সঙ্গে এটি শেয়ার করেন তিনি।
অ্যাপলের লক করা অপারেটিং সিস্টেমের ভেতরে প্রবেশ করতে তাদেরকে সহায়তা করতেই এমনটা করেন সাবেক ওই ইন্টার্ন। কিন্তু প্রাথমিক পরিকল্পনা এমন ছিল যাতে কোড কখনোই তাদের পাঁচ জনের বাইরে না যায়। কিন্তু আগের বছর বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়েছে কোডগুলো। চার মাস আগে রেডিটেও কোডগুলো পোস্ট করা হয়েছে।
এবার চলতি সপ্তাহে আবারও কোডগুলো গিটহাব-এ পোস্ট করা হয়। ইতোমধ্যেই এগুলো সরাতে গিটহাব-কে নির্দেশ দিয়েছে অ্যাপল।
নিরাপত্তার ব্যাপারে এক বিবৃতিতে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, কোডগুলো ইতোমধ্যেই তিন বছর পুরানো এবং “আমাদের পণ্যের নিরাপত্তা সোর্স কোডের গোপনীয়তার ওপর নির্ভর করে না।”